World famous clay artist Mr. Subir Pal with Krishnanagar Ghurni tour //Krishnanagar //Bengal tunes

Описание к видео World famous clay artist Mr. Subir Pal with Krishnanagar Ghurni tour //Krishnanagar //Bengal tunes

নমস্কার বন্ধুরা চলুন আজ বেড়িয়ে আসি কৃষ্ণনগর। ভাবছেন আজ বেঙ্গল টিউনস আপনাদের হঠাৎ কেন কৃষ্ণনগর নিয়ে চলল । সে বিষয়ে ভাবনা চিন্তা করবার তেমন বোধয় প্রয়োজন পরে না কেনোনা বাঙালির ভ্রমণ তৃষ্ণার যে কতোটা সেবিষয়ে আপনারা সকলেই অবগত সুতরাং আমরা ও বাতিক্রম নৈই । তাই নিজেদের ভ্রমণ তৃষ্ণা মেটাতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ী দেখবার, ছোট্ট বেলায় ঠাকুমার দাদুর গল্পের বিখ্যাত চরিত্র গোপাল ভাঁড়ের বাড়িদেখবার , ঘূর্ণি মাটির পুতুল নিজের চোখে তৈরি হতে দেখবার, কৃষ্ণনগরে বিশ্ব বিখ্যাত সরভাজা খাবার তার টানেই পৌঁছে গেলাম কৃষ্ণনগর। সেখানে গিয়ে আমরা সবার প্রথম আজ আমরা পৌছে যাই কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণিতে বিশ্ববিখ্যাত মাটির পুতুল তৈরি দেখতে। এবং
এখানে এসে আমাদের বিশিষ্ট মৃৎশিল্পী সুবীর পালের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তার কিছু কৃতিত্বে কাহিনী আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে প্রস্তুত করবার প্রচেষ্টা করেছি মাত্র।
পাশাপাশি মৃৎশিল্পী সুবীর পাল কে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য - ধন্যবাদ স্যার।
মৃৎশিল্পী সুবীর পালকে আরো একটি বার ধন্যবাদ জানাই তার ফোন নাম্বারটি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য.........
Subir Pal - 9434105339
আর দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি আপনাদের মৃৎশিল্পী সুবীর পালের আর্ট ফর্ম রিলেটেড কোন প্রয়োজন থাকে তবেই আপনারা ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন অযথা ওনাকে ফোন করে বিব্রত করবেন না। এটা বেঙ্গল টিউনস এর পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত আবেদন।

Комментарии

Информация по комментариям в разработке