হেবা দলিল কাকে কাকে করা যায়! হেবা দলিল বাতিল করা যাবে কিনা?

Описание к видео হেবা দলিল কাকে কাকে করা যায়! হেবা দলিল বাতিল করা যাবে কিনা?

প্রিয় দর্শক শ্রতা STOP TORTURE এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

হেবা দলিল কি? কিভাবে হবে দলিল করা হয় এবং হেবা দলিল কিভাবে বাতিল করবেন?
হেবা অর্থ হচ্ছে দান বা গিফ্ট। দান এবং হেবার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে জমি সংক্রান্ত বিষয়ে যেমন হেবা হচ্ছে মুসলিম সম্প্রাদায়ের কোন ব্যক্তি যদি তার সম্পত্তি থেকে কোন অংশ হেবা করতে চান তাহলে প্রথমেই তাকে তিনটি সর্ত মেনে তার পর হেবা করতে হবে। ১. প্রথমে ঘোষনা করতে হবে সেই ঘোষনা মৌখিক বা পাওয়ার অব এ্যাটর্নির মাধ্যমে হতে পারে ২. যার বরাবরে হেবা ঘোষনা করা হবে তাকে সেই ঘোষনা গ্রহন বা ইচ্ছা পোষন করতে হবে। ৩. ঘোষনাকৃত সম্পত্তি হেবা প্রদান কারির হস্তান্তর করতে হবে। মুসলিম সম্প্রদায়ের কোন ব্যক্তি হেবা করতে চাইলে সে ১৫ সম্পর্কের নিকট আত্মীয়কে হেবা করতে পারবেন যেমনঃনিজের বাবা,মা,দাদা,দাদি,নানা,নানি,ছেলে,মেয়ে,ছেলের ছেলে,ছেলের মেয়ে,মেয়ের ছেলে,মেয়ের মেয়ে, আপন ভাই,আপন বোন, স্ত্রী অথবা স্বামী। সকল প্রকার নথীপত্র যদি ঠিক থাকে এবং রেজিষ্ট্রি আইন মেনে যদি দলিল সম্পাদন করা হয় তাহলে কোন দলিল বাতিল হবে না। আর যদি দলিল আইন মোতাকেক না হয় সে ক্ষেত্রে আইনজীবি দ্বারা আদালতে আবেদন করতে হবে এবং আদালত যদি পক্ষে রায় দেন এবং ডিক্রি দেন তাহলে বাতিল হতে পারে।
সবাই ভাল থাকবেন STOP TORTURE এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Комментарии

Информация по комментариям в разработке