Jagadhatri puja 2021 | Krishnanagar
#ktishnanagar #burima
কৃষ্ণনগরে এলেই দেখা যাবে সোমনাথ মন্দির, আমেরিকার জৈন মন্দির, কেদারনাথের মন্দির। জগদ্ধাত্রী পুজোয় একটু ঘুরলেই নাগালের মধ্যে সহজেই দেখা যাবে এই সমস্ত মন্দির। এছাড়া মেদিনীপুরের পটশিল্প, বিপন্ন পরিবেশ, দক্ষিণ ভারতের মন্দির ও জংলি রাজার দেশও দেখা যাবে। আর কয়েকটা দিন পরেই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় একাধিক থিমের মণ্ডপ-প্যান্ডেল আলো রোশনাইয়ে ভরে উঠবে। বর্ধিষ্ণু কৃষ্ণনগরে বরাবর সাবেকিয়ানাতে বেশি জোর দেওয়া হয়। তার মধ্যেও জগদ্ধাত্রী পুজোতে কয়েকটা থিমের পুজো প্যান্ডেল হয়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর পুরসভা এলাকায় অনুমতি পাওয়া জগদ্ধাত্রী পুজোর সংখ্যা ১২৭। অনুমতি ছাড়া পুজো নিয়ে সংখ্যাটা প্রায় ১৭৫টি হয়ে যাবে। এই পুজোগুলোর মধ্যে থিম পুজো হচ্ছে কৃষ্ণনগরে বউবাজার বারোয়ারিতে। এখানে মণ্ডপ তৈরি হচ্ছে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে। পুজো কমিটির কর্তা অনুপম পাল বলেন, আমরা প্রতি বছর নতুন কিছু করি। এবছরও সোমনাথ মন্দির হচ্ছে। আমরা এ নিয়ে আশাবাদী।
প্রভাত সঙ্ঘের মণ্ডপ গড়ে উঠবে আমেরিকার জৈন মন্দিরের আদলে। পুজো-কর্তা পলাশ দাস বলেন, বাঁশ, প্লাই, কাপড় দিয়ে প্যান্ডেল হচ্ছে। এখানে প্রতিমার সাজে মাটির ভাঁড় ব্যবহার করা হবে। ঘূর্ণি আনন্দনগর বারোয়ারির থিম কেদারনাথের মন্দির। কমিটির পক্ষে হরি কুণ্ডু বলেন, বাঁশ, কাপড়, প্লাই দিয়েই কাজ হচ্ছে। পেছনের দিকে একটা পাহাড় হবে। তার জন্য চট সহ আনুষঙ্গিক জিনিসপত্র লাগছে। প্রাচীন পুজোগুলোর অন্যতম ষষ্ঠীতলা বারোয়ারির থিম মেদিনীপুরের পটশিল্প। কমিটির পক্ষে সোমনাথ বিশ্বাস বলেন, থিম অনুযায়ী কাঠের ফ্রেমের মধ্যে মাটির পটে আঁকা ছবি সেট করার কাজ চলছে। হারিয়ে যাওয়া শিল্পকে আমরা তুলে ধরছি। পুরনো পুজো বাঘাডাঙা বারোয়ারিতে থিমের প্যান্ডেল হচ্ছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে। এই পুজোর কর্তা কৌশিক মণ্ডল বলেন, থার্মোকল, প্লাই, কাপড়, বাঁশ দিয়ে এই মন্দির হচ্ছে। রায়পাড়া মালিপাড়া বারোয়ারির থিম, বিপন্ন পরিবেশ। গাছপালা কেটে ফেলার ফলে জীবজগতের সমস্যা হচ্ছে। বারোয়ারির অন্যতম সদস্য সৌরভ দেবনাথ জানালেন, এখানে ব্যাটারি চালিত পাখি থাকবে। যেগুলো ওপরে উঠতে পারবে। এছাড়া বাঘ, হাতি, গন্ডার সহ একাধিক পশু থাকবে।
পুরনো পুজো কলেজ স্ট্রিট বারোয়ারির থিম হল, আধুনিকতার অন্তরালে চাপা পড়া গ্রন্থাগারগুলির আর্তনাদ। সোশ্যাল মিডিয়ার দাপাদাপিতে লাইব্রেরিমুখো হওয়ার সংখ্যা ক্রমশ কমছে। বর্তমান যন্ত্রনির্ভর ও ইলেকট্রনিক্স ফোন ইন্টারনেট ইত্যাদির সুবাদে তাদের আর লাইব্রেরিতে যাওয়ার সময় হয় না।
গোটা বিষয়টি করা হচ্ছে থার্মোকল, কাপড়, বাঁশ দিয়ে। বহু পুরনো এই বারোয়ারির পুজো কর্তা তরুণ হালদার বলেন, আমরা বইমুখো হওয়ার জন্য একটা বার্তা দিতে যাচ্ছি। লাইব্রেরিগুলো এখন শূন্যতা অনুভব করছে। রাজারোড ষষ্ঠীতলা বারোয়ারির থিম জংলি রাজার দেশে। এখানকার পুজো কর্তা গোপাল ঘোষ বলেন, জংলি দেশ আমরা ফুটিয়ে তুলছি। গোটা ব্যাপারটা করা হবে বিভিন্ন রকমের টায়ার দিয়ে। এছাড়াও পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের মণ্ডপ তৈরি হচ্ছে বুর্জ খলিফার আদলে।
সৌজন্যে: বর্তমান পত্রিকা
জগদ্ধাত্রী পূজা ২০২১,চন্দননগরের জগদ্ধাত্রী পূজা ২০২১,কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা ২০২১,krishnanagar jagadhatri puja 2021,krishnanagar jagadhatri puja theme 2021,krishnanagar jagadhatri puja pandal,burima 2021,burima,burima gold,burima thakur,ijg meida,krishnanagar festival,chasapara burima,jagadhatri puja,new normal jagadhatri puja 2021 chandannagar,jagadhatri puja guideline,জগদ্ধাত্রী পূজা 2021,krishnanagar,চন্দননগর,কৃষ্ণনগর,krishnanagar jagadhatri
Информация по комментариям в разработке