ডিসেম্বরের শহরে | December'er Shohorey | Lyrics | With Love | Calcutta OST

Описание к видео ডিসেম্বরের শহরে | December'er Shohorey | Lyrics | With Love | Calcutta OST

ডিসেম্বর এর শহরে
চেনা শুভেচ্ছা চেনা সেলফোন,
ডিসেম্বর এর শহরে

সবই নিয়নের বিজ্ঞাপন

ডিসেম্বর এর শহরে

চেনা বন্ধু চেনা নিকোটিন

ডিসেম্বর এর শহরে

ভালোবাসা যেন পোর্সেলিন

তারা জানেনা মুখচোরা পার্টিতে

তোর সাজানো হাসির মানে

সস্তার রাম যখন রাখছে হিসেব

তোর বেহিসাবি অভিমানের

তারা প্রেমিক তোমার তবু মানববোমার

মতোই তারা নিস্পলক

তাদের আঙুলে তবু রাখছো আঙ্গুল

মুছে দিছো স্মৃতির ফলক

তারা জানেনা তোমার অতীতটাকে

সেই বিষণ্ণ কার্ডিগান

তারা জানেনা প্রতি ডিসেম্বরে

কুয়াশায় লেখো ছদ্মনাম

তারা দেখেনি শিশির ভেজা তোর দুচোখ

পুরোনো মহিনের গানে

আর না পাঠানো sms রাখছে হিসেব

তোর বেহিসাবি পিছুটানের

জানি প্রিয়তমা শব্দের তর্জমা

ওরা কবিতায় করেছে অনেক

তবু আমার মতো তোর হৃদয়ক্ষত

দিয়ে সাজায়নি শব্দের রেশ

তারা জানেনা কারোর অপেক্ষাতে

বাসস্টপে তুই ম্রিয়মান

তারা জানেনা প্রতি ডিসেম্বরে

উষ্ণতা খোঁজে বিকেলের ট্রাম

জানি আলোয় ভিজবে চেনা পার্কস্ট্রিট

তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট

নিয়ে সুটকেস ভর্তি শুণ্যতা

হাতছানি দেয় অন্য শহর

ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই-

আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই;

ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই

বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই….

ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়

প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়

ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়

প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়

সব শীতের শেষে হয়তো বসন্ত আসেনা,

সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার, কলকাতায় |

Комментарии

Информация по комментариям в разработке