টনসিলাইটিস জনিত গলার ব্যথা কমাতে চান?কিভাবে কমাবেন? ডাঃ মিজানুর রহমান, মেডিকেল অফিসার, পাবনা।

Описание к видео টনসিলাইটিস জনিত গলার ব্যথা কমাতে চান?কিভাবে কমাবেন? ডাঃ মিজানুর রহমান, মেডিকেল অফিসার, পাবনা।

টনসিল কিভাবে চিনব?টনসিলের ইনফেকশন বা টনসিলাইটিস কি? টনসিলাইটিস এর বিরুদ্ধে কি কি প্রসেস ফলো করা হয়? চিকিৎসা কি? আমরা যদি মুখের ভিতরের দিকে দেখি তাহলে বার জিহ্বার শেষ প্রান্তে শেষ আর যদি উপরের দিক থেকে দেখি তাহলে আল জিহবার নিচে দুই প্রান্তে দুটি গোলাকার মাংসপিণ্ড দেখা যায় এটি হলো মূলত টনসিল। এই টনসিলের যখন ইনফ্লামেশন বা ইনফেকশন হয় তখন তাকে আমরা টনসিলাইটিস বলে থাকি। টনসিলাইটিস হওয়ার পিছনে মূলত দুটি কারণ দায়ী আর তাহলো ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ভাইরাল ইনফেকশন। ব্যাকটেরিয়ার মধ্যে আছে স্টেপটোকক্কাস আর স্টেপাইলোকক্কাস। ভাইরাসের মধ্যে আছে রাইনো ভাইরাস। টনসিলাইটিস হয়ে গেলে যেসব লক্ষণ প্রকাশ পায়ঃ
ঢোক গিলতে কষ্ট, গলা খুসখুস করে, গলা ব্যথা হয়, এই ব্যথাটা সুচ ফুটানোর মতো মনে হয়, শুষ্ক কাশি থাকে, টনসিল ফুলে লাল হয়ে যায়, টন্সিলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, বেশি ইনফেকশন হলে পাস ফরমেশন করে, জ্বর থাকতেও পারে নাও পারে, তবে একিউট এবং সিবিয়ার কেসে প্রবল জ্বর থাকতে দেখা যায়। মাঝে মাঝে মাথা ব্যথা হয়। আপনারা এর জন্য ঘরোয়া কিছু পদ্ধতি ফলো করতে পারেনঃ
কুসুম গরম জলে গার্গিলিং করতে পারেন দিনে চারবার, ঠান্ডা এবং এলার্জি জাতীয় খাবার এভয়েড করতে পারেন, আদা চা খেতে পারেন,, সাধারণ ব্যথায় প্যারাসিটামল সেবন করতে পারেন, শুষ্ক কাশির জন্য কাশির সিরাপ খেতে পারেন।
কিন্তু মনে রাখতে হবে যদি সিবিআর কেস হয় তখন আর উপরে নির্দেশনা ফলো করলেও তেমন কাজ হবে না, তখন অপারেশন করতে হবে। #foryou #fypyoutube #fypage #everyone #viralvideo #shortvideoreels #reelsfypシ #reels #dr#mizanur #tonsilitis #sorethroat

Комментарии

Информация по комментариям в разработке