অভিমানের খেয়া কবিতা | Ovimaner kheya kobita | রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ | আবৃত্তি - তিথি সুস্মিতা |

Описание к видео অভিমানের খেয়া কবিতা | Ovimaner kheya kobita | রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ | আবৃত্তি - তিথি সুস্মিতা |

#অভিমানের_খেয়া
#রুদ্র_মুহম্মদ_শহীদুল্লাহ
#Ovimaner_kheya
#অভিমানেরখেয়া
#Ovimanerkheya
#রুদ্রমুহম্মদশহীদুল্লাহ
#tithi_susmita
#বাংলা_কবিতা
#বাংলা_কবিতা
#বাংলা_কবিতা_আবৃত্তি
#কবিতা_আবৃত্তি
#কবিতা
#Bangla_Recitation


অভিমানের খেয়া কবিতা | Ovimaner kheya kobita | রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ | আবৃত্তি - তিথি সুস্মিতা |

email [email protected]

Whatsapp +8801716981053

কবিতা : অভিমানের খেয়া
কবি : রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কণ্ঠে- : তিথি সুস্মিতা

এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই,

পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত
পারিজাতহীন কঠিন পাথরে।

প্রাপ্য পাইনি করাল দুপুরে,
নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা-
এই খেলা আর কতোকাল আর কতটা জীবন!
কিছুটাতো চাই- হোক ভুল, হোক মিথ্যো ও প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না-পাক জোৎস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

আরো কিছুদিন, আরো কিছুদিন- আর কতোদিন?
ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে?
কতো আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম!
জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়?

এতো ক্ষয়, এতো ভুল জমে ওঠে বুকের বুননে,
এই আঁখি জানে, পাখিরাও জানে কতোটা ক্ষরণ
কতোটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়।
তুমি জানো নাই- আমি তো জানি,
কতটা গ্লানিতে এতো কথা নিয়ে, এতো গান,
এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি।

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত।

তুমি জানো নাই- আমি তো জানি।
মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে,
মাংসের ঘরে আগুন পুষেছে,
যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু,
করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার।

পরাজয় এসে কন্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা,
চিতার চাবুক মর্মে হেনেছো মোহন ঘাতক।
তবুতো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়,
পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু।

বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ,
পালকের পাখি নীড়ে ফিরে যায়-
ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন?
নীল অভিমানে পুড়ে একা আর কতটা জীবন?
কতোটা জীবন!!

Комментарии

Информация по комментариям в разработке