শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিবসে শ্রদ্ধাঞ্জলি
About This Video:-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Sarat Chandra Chattopadhyay Biography in Bengali : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নবিত্তের মানুষকে তাঁর উপন্যাসের কেন্দ্রে স্থাপন করে বাঙালির ঘরােয়া জীবনের শােক – দুঃখের কথা এবং বিভিন্ন সমস্যার বাস্তব রূপ অতি সযত্নে তুলে ধরেছেন । এ কারণেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা এত ভালােবাসি ।
বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সংক্ষিপ্ত জীবনী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। A short biography of Sarat Chandra Chattopadhyay. Sarat Chandra Chattopadhyay Birth, Place, Poems, Biography in Bengali are given below.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sarat Chandra Chattopadhyay) কে ছিলেন?
বাংলা সাহিত্যের অপরাজেয় ও অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sarat Chandra Chattopadhyay) । স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ গল্প ও উপন্যাসের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে গেছেন । জনপ্রিয়তার দিক দিয়ে শরৎচন্দ্র আজো সবার উপরে । এমন মহাপ্রাণ কথাশিল্পী বাংলা ভাষায় এখনাে দ্বিতীয়টি জন্মগ্রহণ করেনি । মনীষী রােমাঁ রােলাঁ শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়ে বলেছিলেন নােবেল পুরস্কার পাওয়ার মতাে উপন্যাস ।
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী (Sarat Chandra Chattopadhyay Biography In Bengali)
নাম (Name) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sarat Chandra Chattopadhyay)
জন্ম (Birthday) ১২৮৩ সনের ৩১শে ভাদ্র , ইংরেজি ১৮৭৬ খ্রীষ্টাব্দের ১৫ই সেপ্টেম্বর (15 September 1876)
জন্মস্থান (Birthplace) দেবানন্দপুর, ব্যান্ডেল, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, ভারত
ডাকনাম (Nickname) ন্যাড়া
ছদ্দনাম (Pseudonym) অনিলা দেবী
অভিভাবক (Guardian) / পিতা ও মাতা মতিলাল চট্টোপাধ্যায় (বাবা)
ভুবনমােহিনী দেবী (মা)
দাম্পত্যসঙ্গী (Spouse) শান্তি দেবী, হিরন্ময়ী দেবী
পেশা (Career) লেখক (উপন্যাস, ছোটগল্প)
উল্লেখযোগ্য রচনাবলি শ্রীকান্ত, দেবদাস
উল্লেখযোগ্য পুরস্কার ডিলিট (ঢাকা বিশ্ববিদ্যালয়), জগত্তারিণী পদক (কলিকাতা বিশ্ববিদ্যালয়)
মৃত্যু (Death) ১৬ জানুয়ারি ১৯৩৮ (16 January 1938)
মৃত্যুস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম (Birth Place Of Sarat Chandra Chattopadhyay)
হুগলী জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে বাংলা ১২৮৩ সনের ৩১ শে ভাদ্র , ইংরেজি ১৮৭৬ খ্রীষ্টাব্দের ১৫ ই সেপ্টেম্বর আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বাংলা সাহিত্যের অপরাজেয় কথা শিল্পী শরৎচন্দ্রের জন্ম হয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশপরিচয় (Parents Of Sarat Chandra Chattopadhyay)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় , মায়ের নাম ভুবনমােহিনী দেবী । শরৎচন্দ্রেরা ছিলেন ছয় ভাইবােন । সবার বড় বােন অনিলা , তারপরই শরৎচন্দ্র । শরশ্চন্দ্রের পর দু’ভাই তারপর দুই বােন । শরৎচন্দ্রের পিতা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন উদাসী প্রকৃতির মানুষ । পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল । গল্প , কবিতা , উপন্যাস , নাটক রচনা করতেন । কিন্তু কোনােটাই শেষ করতে পারেননি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শৈশব (Sarat Chandra Chattopadhyay’s Childhood)
সংসারের প্রতি মতিলালের উদাসীনতার জন্য দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী । তাই শরৎচন্দ্রের ছেলেবেলা কেটেছে নিদারুণ অভাব অনটনের মধ্যে । পরে কিশাের বয়সে ভাগলপুরে মামার বাড়িতে থাকতে হয়েছিল তাকে । শরৎচন্দ্র ছােটবেলায় খুব দুরন্ত ও দুষ্টু প্রকৃতির ছিলেন । তার দুরন্তপনায় গ্রামবাসী ছিলাে অতিষ্ঠ । স্কুলের পন্ডিতমশাই পর্যন্ত তার অত্যাচারে ছিলেন তটস্থ ।
শরৎচন্দ্রের ডাকনাম ছিলাে ন্যাড়া । আর্থিক অবস্থা খারাপ থাকায় শরৎচন্দ্র বিহারের ভাগলপুরে মামার বাড়ি মানুষ হন । তাঁর মাতামহ কেদারনাথ গঙ্গোপাধ্যায় ছিলেন ভাগলপুরের এম . ই . স্কুলের সেক্রেটারী । শরৎচন্দ্রকে তিনি এই স্কুলে ভর্তি করে দেন।
শরৎচন্দ্রক গল্প – উপন্যাস পড়তে খুবই ভালােবাসতেন । তার যখন বারাে – তেরাে বছর , তখন থেকেই শরৎচন্দ্র নবীনচন্দ্র সেন ও মধুসূদনের কাব্যগ্রন্থ , বঙ্কিমচন্দ্রের উপন্যাস , ভূদেব মুখােপাধ্যায়ের প্রবন্ধাবলী , দীনবন্ধু মিত্রের নাটক এবং বিদ্যাসাগরের বিভিন্ন রচনা পড়ে ফেলেন ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষাজীবন (Sarat Chandra Chattopadhyay’s Educational Life)
শরৎচন্দ্র ১৮৯৪ খ্রীষ্টাব্দে ভাগলপুরের তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন । পরে তিনি কলেজে ভর্তি হলেও অর্থাভাবে এফ . এ ( বর্তমানের আই – এ ) পরীক্ষা দিতে পারেননি । সেখানেই তার শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটে । শরৎচন্দ্রের মন চলে গেল খেয়াল – খুশির রাজ্যে । তিনি থিয়েটারে অভিনয় ও গান – বাজনা নিয়ে মেতে উঠলেন । ইতিমধ্যে ১৮৯৫ সালে তার মা মারা গেলেন ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর মৃত্যু (Sarat Chandra Chattopadhyay’s Death)
বাংলা ভাষার এই সর্বশ্রেষ্ঠ কথাশিল্পী অমরঔপন্যাসিক মনীষী শরৎচন্দ্র ১৯৩৮ সনের ১৬ ই জানুয়ারি কলকাতায় অমৃতলােকে যাত্রা করেন ।
শরৎচন্দ্র বলেছেন , “ সংসারে যারা শুধু দিলে , পেলে না কিছুই , যারা বঞ্চিত , যারা দুর্বল , উৎপীড়িত , মানুষ যাদের চোখের জলের কোন হিসাব নিলে না , নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনদিন ভেবেও পেলে না , সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই — এদের বেদনাই দিলে আমার মুখ খুলে , এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে ।
Thanks for watching this video 📸📸📸📸📸📸
Информация по комментариям в разработке