কোন গাছ কোথায় রোপণ করবেন
জুন, জুলাই ও আগস্ট মাস গাছের চারা রোপণের উপযুক্ত সময়। তাই সঠিক স্থানে সঠিক চারা রোপণের সময় এটি। বৃক্ষমেলা কিংবা নার্সারি থেকে চারা সংগ্রহ করা যায়। তবে ফলদ ও ঔষুধি গাছের চারা লাগানোর প্রতি বেশি নজর দেওয়া উচিত। এতে ফল,ঔষধ ও কাঠ সবই পাওয়া যায়। বন্যামুক্ত, আলো -বাতাস চলাচল করতে পারে এবং সূর্যালোক পড়ে এমন জায়গায় চারা রোপণ করা উচিত। আসুন জেনে নেই কোথায় কোন চারা রোপণ করা উচিত।
১# বিভিন্ন প্রতিষ্ঠান :
মসজিদ, মন্দির, গির্জা, স্কুল, কলেজ, অফিস, আদালত, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ও আশেপাশে লাগাতে পারেন। এমন স্থানে দেবদারু, নারকেল, সুপারি, তাল,নিম,পাম, ঝাউ,কৃষ্ণচূঁড়া, আম,কাঁঠাল,লিচু গাছ রোপণ করতে পারেন।
২# বাড়ির ছাদে:
পাকা বাড়ির ছাদে টবে করে গাছের চারা রোপণ করা যায়। যেমন - কমলালেবু, আম,পেয়ারা, কুল জাম্বুরা, ডালিম, মেহেদী, লিচু প্রভৃতি গাছ লাগাতে পারেন।
৩# বাড়ির দক্ষিণ পাশে :
রোদ ও আলোর জন্য ছোট এবং কম ঝোপালো গাছ লাগাতে হবে। সুপারি, নারকেল, নিম,দেবদারু, পেঁপে, পেয়ারা, লেবু জাম্বুরা, ডালিম,মেহেদী গাছ লাগানো যেতে পারে।
৪# বাড়ির পূর্ব- পশ্চিমে :
মাঝারি উঁচু এবং মাঝারি ঝোপালো গাছ লাগাতে হবে। এতে সকাল সন্ধ্যা বাড়ির আঙ্গিনায় আলো থাকবে। বাউকুল,আপেলকুল,সফেদা,
আম্রপালি,লিচু, খেজুর, ডালিম, কলা, আতা, বেল, পেয়ারা সহ বিভিন্ন গাছ এখানে রোপণ করতে পারেন।
৫# বাড়ির উত্তর পাশে :
বড় ও উঁচু গাছপালা থাকলে ঝড় তুফান প্রতিরোধ হয়। এখানে আম,কাঁঠাল, জাম,কামরাঙ্গা, মেহগনি, শিশু,সেগুন,হরতকি,বাঁশ ইত্যাদি গাছ রোপণ করা যায়।
৬# পতিত জমি :
আম, কাঁঠাল,জাম, কামরাঙ্গা,মেহগনি, শিশু, সেগুন,হরতকি,আকাশমণি, দেবদারু, নারকেল, সুপারি, খেজুর, নিম,পাম,ঝাউ,কৃষ্ণচূঁড়া, বাঁশ ইত্যাদি গাছ রোপণ করা উচিত।
৭# হাট-বাজার :
ছায়াদানকারী গাছ রোপণ করা উচিত। আম, কাঁঠাল, জাম, সেগুন, দেবদারু, সুপারি, খেজুর, নিম,পাম,কৃষ্ণচূঁড়া, বটগাছ রোপণ করা উচিত।
৮# রাস্তার পাশে :
উঁচু ও ডালপালা ছাঁটাই করা যায় এমন গাছ রোপণ করা দরকার। মেহগনি, শিশু, সেগুন, হরতকি,, আকাশমণি,দেবদারু,, নারকেল, সুপারি,খেজুর, নিম,পাম,ঝাউ, কৃষ্ণচূঁড়া,বাবলা ইপিল ইপিল, শিমুল গাছ। ইত্যাদি গাছ রোপণ করা যায়।
গ্রামের পথের দু'ধারে রাস্তার পাশে শিশু, নিম,দেবদারু, চম্পা, ইপিল ইপিল, লুকলুকি মান্দার, বাবলা, খয়ের, বকফুল, তাল,খেজুর ইত্যাদি লাগানো যেতে পারে।
বড় রাস্তা বা মহাসড়কের পাশে কৃষ্ণচূঁড়া, কনকচূড়া,, রেইনট্রি, গগন শিরীষ,, রাজকড়ই,শিলকড়ই,শিশু, মেহগনি, অর্জুন, দেবদারু, সোনালু,নিম,নাগেশ্বর, আকাশমণি বকুল, পলাশ,তেলসুর, ঝাউ,বটল, পাম প্রভৃতি গাছ লাগানো যায়।
Информация по комментариям в разработке