হাফেজ মাওলানা আব্দুল আজিজ খান - 01734865281 ইমাম ও খতিব: গোপীনাথপুর আল রহমান জামে মসজিদ আক্কেলপুর জয়পুরহাট বিষয়ঃ নবীজির পিতা পিতা আব্দুল্লাহকে কোরবানি দেয়ার ঘটনা আশ্চর্য শুনে, বুক ফেটে কান্না চলে আসে .............................................................. ... হক্কানী আলেমদের নতুন নতুন বয়ান শুনতে এখনি আমার চ্যানেলটি সাবস্কাইব করুন ,,,,, ............................................................................................. ওয়াজ মাহফিল ভিডিও করতে যোগাযোগ করুন'..01734865281.......................................................................................... পরিবশনায় Khan Islamic media 2024___01734865281.............................................................................. আরশের মালিক, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার দ্বীন প্রচারের সর্বোত্তম মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন হে জমিনের মালিক, আমি শত্রুদের শত্রুতা ও তাদের ক্ষতি সাধনের মোকাবেলায় তোমারে রাখছি এবংতাদের অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই জয়ী হবেন।আখিরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই পরাজিত হবেন। ...হাসান আল-বাসরি। অবশেষে বিনীত আরজ, আমাদের ক্ষুদ্র দ্বীনি প্রচেষ্টায় Khan Islamic media 2024 এর সঙ্গেই থাকুন। দয়া করে ভিডিওটি একবার হলেও শুনে দেখুন, না শুনলে বুঝবেন না আমার মন বলে অবস্যই আপনি কাঁদবেন। খান ইসলামিক মিডিয়া ২০২৪ এর নতুন একটি উপহার ................... একটি অনুরোধঃ-................. আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের চ্যানেলটি পরিপূর্ণ হতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের কে উৎসাহিত করুন। ...................সতর্ক বানিঃ-.................. দয়াকরে কেউ আমাদের কোন ভিডিও কপি করে ইউটিউবে দিবেন না যদি দেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। Hafiz Maulana Abdul Aziz Khan nicewaz banglawaz waz 2024waz হাফেজ মাওলানা আব্দুল আজিজ খান
#khanislamicmedia2024newwaz #hafiz_maulana_abdul_aziz_khan_Bangla_waz
#banglawaz
#wazmahfil
#waz
#islamicwaz
#new_waz
#newwaz
#bangla_waz
#bangla_waz_2024
#নতুন_ওয়াজ #বাংলা_ওয়াজ
bangla waz,waz mahfil,waz video,wsj,waz mahfil,bangla waz 2024,bangla waz mahfil,new waz 2024,waz mahfil 2023,waz 2020,new waz,new waz mahfil 2024,bangla waz mahfil 2024,islamic waz,waz bangla,waz mafil,best waz mahfil 2022,new bangla waz 2023,new bangla waz
আব্দুল মুত্তালিব তার এক সন্তানকে বিসর্জন দিবে।
আব্দুল মুত্তালিব তার এক সন্তানকে বিসর্জন দিবে, ঈশ্বরের সন্তুষ্টির জন্য, ক্বাবার সামনে। কাকে দিবে বিসর্জন? সেটার ফায়সালা হওয়া দরকার। আব্দুল মুত্তালিব তার সন্তানদের সবাইকে ডাকল। আজ তার অনেক বছর আগের করা এক মান্নতের পরিণতি দিতে হবে। তার সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাকে তার এত মায়া লাগে কেন? ভয় হয় যদি আব্দুল্লাহকেই বিসর্জন দিতে হয়? তার প্রিয় যদি ঈশ্বরেরও প্রিয় হয়? তাহলে?
সে অনেকবছর আগের কথা। শুধুমাত্র এক সন্তানের জনক ছিল আব্দুল মুত্তালিব। মক্কার কঠিন সমাজে শুধু এক পুত্র সন্তান নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকা অনেক কঠিন। যত বেশি পুত্রসন্তান তত বেশি মর্যাদা, আধিপত্য, এবং সম্পদ। আরো সন্তানের আশায় আব্দুল মুত্তালিব অনেকগুলো বিয়ে করেছে, কিন্তু কোনমতেই তার একের বেশি সন্তান হয়নি। শেষে কিছুটা বুড়া বয়সে আব্দুল মুত্তালিব এক মান্নত করল, যদি তার দশ সন্তান হয় এবং দশ সন্তানই বেঁচেবর্তে বড় হয়, তবে আব্দুল মুত্তালিব ঈশ্বরের প্রতি শোকরিয়া স্বরূপ এক সন্তানকে বিসর্জন দিবে, ক্বাবার সামনে।
ঈশ্বর তার সে প্রার্থণা কবুল করেছে, একে একে তার আরো নয়টা সন্তান হল, সবাই এখন বালেগ, টগবগে তরুন। দশ সন্তান যখন হল, আব্দুল মুত্তালিব তার মান্নতের কথা মনে করছিল, যতই সন্তানরা বড় হচ্ছে ততই তার মান্নতের কথা বেশি মনে পড়ছিল, আব্দুল্লাহ তার দশম সন্তান (আব্দুল্লার পরেও তার সন্তান হয়েছিল)। যখন মান্নত করেছিল তখন মনেই হয়নি কোনদিন তার দশ সন্তান হবে, ভেবেছিল মান্নত করলে সমস্যা কি, ঈশ্বর নিশ্চয়ই তাকে দশ দশটা সন্তান দিবেনা বুড়ো বয়সে। কিন্তু সেটাই সত্যি হল, এখন এক সন্তানকে বিসর্জন দিতেই হবে। তার মনের মধ্যে খুবই উতাল পাতাল করে উঠল, এই কষ্ট সে সহ্য করতে পারবে? কিন্তু আব্দুল মুত্তালিব এক কথার মানুষ, ঈশ্বরের কাছে মান্নত সে কোনদিন ভাংতে পারবেনা।
আজ সেদিন এসে পড়ল, কুরবানির দিন। কিন্তু কোন সন্তানকে কুরবানি দিবে? আব্দুল মুত্তালিব খুবই সুবিচারক, তাই সে নিজে কাকে কুরবানি দিবে সেটার ভার নিজের উপর নিবে না, নিজে নিলে পক্ষপাতিত্ব করতে পারে, সেটা করা যাবে না। সব সন্তানকে ডাকল সে, সবাইকে নিজের মান্নতের কথা বলল। সন্তানরা জানে ক্বাবার ঈশ্বরের কাছে করা মান্নত অবশ্যই ভাঙা যাবেনা, তাছাড়া তাদের পিতার মান্নত তাদেরও মান্নত। তাই রাজি না হয়ে উপায় ছিল না তাদের।
সব ছেলে নিজেদের নামে একটা করে দাগ টানল একেকটা তীরে। এরকম বিসর্জন আরো অনেক হয় মক্কায়, তার জন্য একজন বিশেষ নিয়োজিত তীর বাছাইকারি আছেন, যিনি লটারির মাধ্যমে তীর বাছাই করে যার নামে আসবে তাকেই বিসর্জন দেওয়া হবে। ইতিমধ্যেই বিসর্জন দেখার জন্য অনেক লোক হাজির হয়েছে, সবাই আগ্রহ নিয়ে দেখছে। আব্দুল মুত্তালিব তার লম্বা এবং ধারালো ছোরা নিয়ে দাড়িয়ে আছে, ক্বাবার হুবালের পাশে,
Информация по комментариям в разработке