মন বিবাগী বাগ মানে না রে | যাতে অপমৃত্যু ঘটে মন সদাই তাই করে | অমৃত লালন বানী-৮২ | শীতল

Описание к видео মন বিবাগী বাগ মানে না রে | যাতে অপমৃত্যু ঘটে মন সদাই তাই করে | অমৃত লালন বানী-৮২ | শীতল

যাতে অপমৃত্যু হবে তাই সদায় করে
মন বিবাগী বাগ মানে না রে।
কিসে হবে আমার ভজন সাধন
মন হল না আমার মনেরই মতন
দেখে শিমুল ফুল
সদাই বেয়াকুল
(মনকে) বুঝাইতে নারি জনম ভরে।।
মনের গুনে কেহ মহাজন হয়
ঠাকুর হয়ে কেহ নিত্য পূজা খায়
আমার এই মনে তো
আমার করলে হত
দুকূলো হারাইলাম মনেরই ফেরে।।
মনের মত মনকে পেলাম না
কিরূপে আজ করি সাধনা
লালন বলে, আমি
হলাম পাতালগামী
কি করিতে এসে, গেলাম কি করে।।

#বাউলপানকৌড়ি
#লালনবানী

Комментарии

Информация по комментариям в разработке