আসামের গ্রামের মানুষের সুখ-দুঃখের জীবনগাঁথা || Assamese Village Life || Ep-01

Описание к видео আসামের গ্রামের মানুষের সুখ-দুঃখের জীবনগাঁথা || Assamese Village Life || Ep-01

উত্তরপূর্ব ভারতের আসাম রাজ্যের গ্রামীণ জনপদ মন জুড়িয়ে দেয়। কখনো পাহাড় আবার কখনো অবারিত সমতল আর সবুজ চোখে শান্তির পরশ বুলিয়ে দেয়।
আসামের গ্রামীণ জনপদে দুই চাকার সাইকেল যুগযুগ ধরেই তুমুল জনপ্রিয়। কী ধনী, কী দরিদ্র, কী নারী কী পুরুষ, সব বয়সের মানুষের চলার পথে সঙ্গী এই সাইকেলগুলো।
আধুনিকতা আর উন্নয়নের ডামাডোলে ঝাঁচকচকে পিচঢালা প্রশস্ত রাজপথ যেমন তৈরি হয়েছে, সেইসাথে এখানকার গ্রামাঞ্চলে মোটরসাইকেল ব্যবহারও বেশ বেড়েছে। তবে তারপরও বাইসাইকেলের বহুমুখি ব্যবহার পথেঘাটে যত্রতত্র চোখে পড়বেই।
বন্ধুরা, আজকে আমি আসামের মরিগাঁও জেলার গ্রামীণ জনপদ ঘুরে দেখাবো। সঙ্গে আছেন আসামের গুয়াহাটির ড্রাইভার মুক্তার আলী ভাই ও আমার ভ্রমণসঙ্গী নিলয়।

Contact :
[email protected]

#assamese_village_life #assam #village #আসামের_গ্রামীণ_জীবন #আসাম #গ্রাম

Комментарии

Информация по комментариям в разработке