রায়েন্দা রিভার ভিউ পার্ক • শরণখোলা বাগেরহাট • Rayenda Rever View Park • Sarankhola Bagerhat 2023

Описание к видео রায়েন্দা রিভার ভিউ পার্ক • শরণখোলা বাগেরহাট • Rayenda Rever View Park • Sarankhola Bagerhat 2023

আসসালামু য়া'লাইকুম অরহ'মাতুল্লাহ ❤️

স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব • শরণখোলা বাগেরহাট রায়েন্দা রিভার পার্ক এর সম্পর্কে

খুলনা থেকে এই প্লেসটিতে যেতে আপনাদের বাইকে সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট এর মত • বাসে এক ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন • জায়গাটি খুবই সুন্দর আপনারা ফ্যামিলি নিয়ে ওইখানে যেতে পারেন • ওইখানে একটি ইকো প্যারাডাইস নামক একটি ক্যাফে আছে • ওইখানে খাবার মেনু বার্গার ফ্রেন্ডস ফ্রাই কোলড্রিংস কোল্ড কফি অনেক কিছুই পাওয়া যায় খাবারের মান খুবই ভাল তবে দামটা তুলনামূলকভাবে অনেক বেশি • এখনো থাকার ব্যবস্থা করা হয়নি • তবে বছর খানিক পরে থাকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে এলাকাবাসীরা • আপনারা খুলনা থেকে ওইখানে যেতে চাইলে সকালে বের হবেন তাহলে মজা করতে পারবেন কারন ওইখানে আসা যাওয়ায় অনেক সময় ওয়েস্ট হয়ে যায় • তাই সময়ের দিকে লক্ষ্য করে এইখানে ঘুরতে যাবেন • তবে যায়গাটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে • আপনারাও ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে খুবই ভালো লাগবে আপনাদের - ওইখানে গিয়ে যদি কিছু খেতে মনে চায় তাহলে পকেট এ বেশি করে টাকা নিয়ে যাবেন • কারণ ওইখানে সব কিছুর দাম অনেক বেশি • তবে এখানে আপনারা ছবি তুলে ঘুরেফিরে খুবই আনন্দ পাবেন খুব একটা ভালো সময় কাটবে - আমরা যেহেতু বাইকে গিয়েছি • ভাড়ার বিষয়টি এগজ্যাক্টলি বলতে পারলাম না • তবে আপনারা এখানে যেভাবে যাবেন

(১)খুলনা সোনাডাংগা হইতে বাগেরহাট -
বাগেরহাট থেকে মোরেলগঞ্জ • মোরেলগঞ্জ থেকে রায়েন্দা

(২) খুলনা নিউমার্কেট থাকে রায়েন্দার
বাস পাওয়া যায় ভারা ২৫০/৩০০ টাকা •

রায়েন্দা এ যেয়ে যে কেউ কে বললেই হবে যে রিভারভিউ পার্ক টি কোথায় ওইখানে যাব তারা দেখিয়ে দেবে আপনাদেরকে •


ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং যে আমার ভিডিওটি দেখার জন্য সময় নিয়েছেন। আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে!


প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আরও বিস্তারিত জানার জন্য আমার ভিডিওটি দেখতে থাকুন।

আপনাদের কাছে এই ভিডিওটি দেখে ভাল লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত এবং পরামর্শ নিতে কমেন্ট করুন । ধন্যবাদ সবাইকে

Комментарии

Информация по комментариям в разработке