সুন্দরবন ব্লগ অসাধারণ অভিজ্ঞতা| ৩ দিন ২ রাত্রি || |sundorbon tour 3 days ,2 night

Описание к видео সুন্দরবন ব্লগ অসাধারণ অভিজ্ঞতা| ৩ দিন ২ রাত্রি || |sundorbon tour 3 days ,2 night

এত কম খরচে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য ভ্রমণ কেবল মাত্র আমাদের বাংলাতেই সম্ভব। যেখানে একমাত্র রয়েল বেঙ্গল টাইগারের চারণভূমি। 🐅 🐅🐅 🐅

যে কোন মাসের শুক্র - শনি ও রবিবার (দু রাত তিন দিন) সুন্দরবন বেড়িয়ে যান।

তিন দিনের ভ্রমণ পথ

👉প্রথম দিন:- ক্যানিং থেকে সোনাখালি/গদখালি থেকে লঞ্চ ছেড়ে গোসাবা, হ্যামিল্টন বাংলো ,রবীন্দ্রনাথ টেগোর বাংলো, সাইট সিন করে পাখির জঙ্গল এবং পাখিরালয় রাত্রি বাস।
আর রাতে থাকবে এখানকার আদিবাসী সম্প্রদায়ের আকর্ষণীয় ঝুমুর নৃত্য।

👉দ্বিতীয় দিন:-
সকালে সজনেখালি সেখান থেকে পারমিশন করে ফরেস্ট গাইড নিয়ে সজনেখালি (ওয়াচ টাওয়ার ) সুধন্যখালি (ওয়াচ টাওয়ার), বনবিডবি ভারানি,সুন্দরখালি পীর খালি, গাজিখালি ,চোরাগাজীখালি, দোবাঁকি (ওয়াচ টাওয়ার)ঘুরে আবার পাখিরালায় রাত্রি বাস।

👉তৃতীয় দিন :- লোকাল সাইডসিন করে নদীতে যদি তুফান না থাকে তাহলে পঞ্চমুখানী,ঝড়খালি এখানে ৩০/টাকা টিকিট মাত্র- ব্যাক্তিগত খরচ যেখানে রয়েল বেঙ্গল টাইগার,কুমির ও হরিন আছে। এরপর বোটে করে সোনাখালি ঘাটে ফেরা ।সোনাখালি থেকে অটো করে ক্যানিং স্টেশন এ ফেরা।

তিন দিনের ভ্রমণের সমাপ্তি এখানেই।

🦐🐟🍽ভুরিভোজ 🍽🦐🐟
🫣🫣🫣
🥣ব্রেকফাস্ট- লুচি, আলুর দম, মিষ্টি।
🍤স্ন্যাকস-চিংড়ি পকোড়া
🍚দুপুর :- ভাত, ডাল, ভাজা, চিংড়ির মালাইকারি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়।
🍎বিকাল- ফল।
🍜স্ন্যাক্স - চিকেন চাউমিন, কফি/ চা।
🍚রাত- জিরা রাইস, কাশ্মীরি আলুর দম, মটন কষা, সালাড !

দ্বিতীয় দিন:-
☕সকালে - বেডটি, বিস্কুট
🍲ব্রেকফাস্ট-নানপুরী,চানা মসলা, মিষ্টি, চা/কফি
🥓স্ন্যাক্স - আমুদিমাছ ভাজা, চা /কফি
🍚দুপুর- ভাত, ডাল, ভাজা, ভেটকি কালিয়া, সর্ষে ভোলা, চাটনি, পাঁপড়
🍎বিকালে- ফল।
🍗সন্ধ্যা- চিকেন পকড়া/ স্যালাড কফি/ চা।
🍛রাত- ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড।

তৃতীয় দিন :-
☕সকালে- বেডটি, বিস্কুট।
🍲ব্রেকফাস্ট- কচুরি, ছোলার ডাল, ডিম।
🍚দুপুর:- ভাত, ডাল, ভাজা, পোস্ট পাবদা, চিকেন কষা/ কাঁকড়া মশলা, চাটনি, পাঁপড়।

*কেমন ধরনের ট্যুর হয়*=
গ্রুপ ট্যুর,ফ্যামিলি ট্যুর, এক্সক্লুসিভ ট্যুর,ফটোগ্রাফি ট্যুর।

আমাদের প্যাকেজে কি কি থাকছে :-
✅ ক্যানিং থেকে অটো ভাড়া
✅ পারমিশন
✅ ফরেস্ট গাইড
✅ লঞ্চ / বোট সাফারী
✅ হোটেলের রুম ভাড়া
✅ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার
✅ প্রথম দিন সকালের টিফিন থেকে শুরু করে শেষ দিনের বিকালের চা পর্যন্ত।


sundarban tour plan 2024, শীতকালে সুন্দরবন ভ্রমন, sundarban tour package, low cost sundarban tour, 2 nights 3 days sundarban tour package, sundarban tour, sundarban tour from kolkata, sundarban tour booking, sundarban hotels, sundarban resort, sundarban budget tour, sundarban tour guide, weekend trip from kolkata, best weekend tour near kolkata, weekend tour from kolkata by car, weekend tourist spot near kolkata, সুন্দরবন, one day trip from kolkata, weekend tour from kolkata, sr lifetools

#sundarban
sundarban #sundarbantour #Sundarban_tiger #sundarbans_tour_packages #সুন্দরবন #sundarban_cruise #sundarban_vlog #Sundarban_National_park #Sundarban_travel #sundarbon_trip #sundarbantourplan2024 #sundarbantrip2024

----------------------------------------------------------------------------------

Комментарии

Информация по комментариям в разработке