‘সোনার তরী’ কবিতাগ্রন্থের আলোচনা।। অনার্স (বাংলা) দ্বিতীয় বর্ষ |। সাহিত্য ।।

Описание к видео ‘সোনার তরী’ কবিতাগ্রন্থের আলোচনা।। অনার্স (বাংলা) দ্বিতীয় বর্ষ |। সাহিত্য ।।

১৮৯৪ সালে প্রকাশিত সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এই গ্রন্থে সংকলিত হয়েছে ৪৩ টি কবিতা। সোনার তরী কাব্য অলংকরণের উজ্জ্বল উদাহরন। কবিতায় জীবনবোধ, প্রেম, প্রকৃতি প্রেম গুরুত্ব পেয়েছে। তবে নাম কবিতা সোনার তরীতে এক ধরনের মৃত্যু ভাবনার প্রকাশ ঘটেছে। যা জীবনের রহস্য চিত্রেরই একটি প্রকাশ বলা যায়। তাছাড়া এই গ্রন্থের কবিতাগুলোতে কবির দার্শনিক সত্ত্বার উপস্থিতি লক্ষ্য করা যায়।

Комментарии

Информация по комментариям в разработке