তুমি জীবনে যা চাও সব যদি পেতে চাও তাহলে প্রতিদিন ১টি আমল করো | মুস্তাকুন্নবী কাসেমী Mustakunnabi

Описание к видео তুমি জীবনে যা চাও সব যদি পেতে চাও তাহলে প্রতিদিন ১টি আমল করো | মুস্তাকুন্নবী কাসেমী Mustakunnabi

ফুল বয়ানঃ- তুমি জীবনে যা চাও সব যদি পেতে চাও তাহলে প্রতিদিন ১টি আমল করো। আল্লামা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী Allama Mustakunnabi Kasemi new waz 2024

সালাত হলো,
মানুষের পরিপূর্ণ মানুষ হওয়ার একমাত্র পথ। সালাতই মানুষকে পরিশীলিত করে এবং মানবতার পূর্ণতার শিখরে তুলে দেয়। সালাতের মাধ্যমে মুমিন আল্লাহর স্মরণ ও আল্লাহর কাছে প্রার্থনা করে মানসিক দৃঢ়তা ও ভারসাম্য অর্জন করেন এবং মানবীয় দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন। কুরআন কারীমে এরশাদ করা হয়েছে:

إِنَّ الإِنْسَانَ خُلِقَ هَلُوعًا إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلا الْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَلَى صَلاتِهِمْ دَائِمُونَ
“নিশ্চয় মানুষ সৃষ্টিগতভাবেই অস্থিরচিত্ত ও ধৈর্যহারা। বিপদে পড়লে সে অধৈর্য ও হতাশ হয়ে পড়ে। আর কল্যাণ বা সম্পদ লাভ করলে সে কৃপণ হয়ে পড়ে। একমাত্র ব্যতিক্রম সালাত আদায়কারীগণ (তারা এ মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারেন।) যারা সর্বদা (নিয়মিতভাবে) সালাত আদায় করেন।”4

ফজিলতপূর্ণ দোয়া

উম্মতের উপর রাসুলুল্লাহ (সা.) এর অসংখ্য দোয়ার মধ্যে একটি হলো, তিনি উম্মতকে আল্লাহতাআলার কাছে চাওয়ার শিক্ষা দিয়েছেন। আমাদের ছোট-বড় সব প্রয়োজন পূরণে আল্লাহর কাছে কীভাবে আমরা আবেদন-নিবেদন পেশ করব তা শিখিয়েছেন। অন্যথায় আমরা হয়তো স্বীয় করণীয় কাজও ঠিক করতে পারতাম না। রাসুলুল্লাহ (সা.) পদে পদে আমাদের দোয়া করার ওপর উদ্বুদ্ধ করেছেন এবং প্রতিটি কাজে স্বতন্ত্র দোয়া শিক্ষা দিয়েছেন। প্রাত্যহিক দোয়াসমূহের মধ্যে আজ ১০টি দোয়া উপস্থাপন করা হলো

১। ঘুমাতে যাওয়ার সময় দোয়া- ‏ اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ : হে আল্লাহ, আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি।

২। ঘুম থেকে ওঠার পরের দোয়া- الحمدُ لله الذي أحيَانَا بَعْدَ مَا أماتَنَا وإليه النُّشُوْر উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন। আর তার দিকেই সবার পুনরুত্থান।

৩। ঘর থেকে বের হওয়ার সময়ের দোয়া- بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ : আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।

৪। টয়লেটে যাওয়ার আগে দোয়া اَللَّهُمَّ اِ نِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবছি ওয়াল খাবায়িছ। অর্থ : হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।

অথবা, بِسْمِ اللهِ উচ্চারণ : বিসমিল্লাহ। অর্থ : আল্লাহর নামে।

৫। টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া- ﻏُﻔْﺮَﺍﻧَﻚَ উচ্চারণ : গোফরানাকা। অর্থ : (হে আল্লাহ,) আপনার কাছে ক্ষমা চাই।

এভাবেও দোয়া করা যেতে পারে- غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ উচ্চারণ : গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি। অর্থ : (হে আল্লাহ,) আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন।

৬। মসজিদে প্রবেশ ও বাইরে বের হওয়ার সময়ের দোয়া

মসজিদে প্রবেশের দোয়া- اللهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ উচ্চারণ: আল্লাহুম্মাফতাহ লি আবওয়াবা রহমাতিক। অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

মসজিদ থেকে বের হওয়ার দোয়া- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। অর্থ : হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহপ্রত্যাশী।

৭। কাপড় পরিধানের দোয়া- لْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। অর্থ : সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।

৮। খাবার শুরু ও শেষ করার দোয়া

খাবারের শুরুতে দোয়া- بِسْمِ اللّهِ وَ عَلى بَرَكَةِ اللهِ উচ্চারণ : বিসমিল্লাহি ও‘আলা বারাকাতিল্লাহ অর্থ : আল্লাহর নামে তার বরকতের প্রত্যাশায় শুরু করলাম।

খাবারের পরে দোয়া- الحمد لله الذي اطعمنا وسقانا وجعلنا من المسلمين উচ্চারণ : আলহামদুলিল্লা হিল্লাজি আতআমানা ওয়াসাকানা ওয়াজাআলানা মিনাল মুসলিমিন। অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন।

৯। ঘর থেকে বের হওয়ার দোয়া- উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ : আল্লাহর নামে, আল্লাহতাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহতাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।


#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#mufti_mustakunnabi_kasemi
#মুস্তাকুন্নবী_কাসেমী_2023
#mustakunnabi_kasemi_2023
#mustakunnabi
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#মুস্তাকুন্নবী_কাসেম
#Mufti_Mustakunnabi_Kasemi
#mustakunnabi_kasemi_2023
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#মুস্তাকুন্নবী_ওয়াজ_2021
#মুফতি_মুস্তাকুন্নবী_ওয়াজ
#মুফতি_মুস্তাকুন্নবী_সাহেবের_ওয়াজ
#mustakunnabi_new_waz_2022
#mustakunnabi_new_waz
#new_waz_2022
#bangla_waz_2022
#Bangla_Waz_2021
#New_Waz_2021
#New_Mahfil
#New_Tafsir
#Allamah
#Shiekh
#নতুন_ওয়াজ
#বাংলা_ওয়াজ
#মুস্তাকুন্নবী_কাসেমী_2022
#2024
#new_waz_2024
#waz_2024
#Mustakunnabi_2024

Комментарии

Информация по комментариям в разработке