বিদেশে উচ্চশিক্ষা-১১: আমেরিকায় আসার সহজ উপায় কী? । What is the easiest way to come USA?

Описание к видео বিদেশে উচ্চশিক্ষা-১১: আমেরিকায় আসার সহজ উপায় কী? । What is the easiest way to come USA?

বিদেশে উচ্চশিক্ষা-১১: আমেরিকায় আসার সহজ উপায় কী? । What is the easiest way to come USA?

বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে করনীয় কি? এই বিষয়ে পূর্ণ ধারণা দিতে সাহিত্যদেশ প্রকাশ করেছে ২টি ভিন্নধর্মী বই। নিজের কপিটি আজই সংগ্রহ করুন রকমারি ডট কম থেকে।
বিদেশে উচ্চশিক্ষা
by মোহাম্মদ আরিফুর রহমান
TK. 176
অর্ডার করতে- https://getashorturl.com/WAgYT
"বিদেশে উচ্চশিক্ষা" বইয়ের ভূমিকা থেকে নেয়াঃ
বিদেশে পড়তে আসতে চাও? বিদেশে উচ্চশিক্ষা অর্জন একটা স্বপ্নের মতো, এই স্বপ্ন দেখে বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী। কখনো চিন্তা করেছ, কীভাবে বিদেশে পড়তে আসবে? এজন্য কী কী করতে হবে? আমারও একসময় অনেক প্রশ্ন ছিল, কীভাবে দেশের বাইরে পড়তে যাব? যারা বিদেশে পড়ছে তাদেরকে নানা প্রশ্ন করতাম। এক এক করে সব প্রশ্নের উত্তর বের করে, নিজেকে যোগ্য করে উচ্চশিক্ষার জন্য বিদেশ এলাম। বিদেশে আসার পর থেকে আমার ছাত্র-ছাত্রীরা আমাকে নানা প্রশ্ন করে বিদেশে আসার উপায় সম্পর্কে, আমি উত্তর দিই। সঠিক গাইডলাইন পেয়ে আমার অনেক ছাত্রছাত্রী আজ পৃথিবীর বিভিন্ন দেশে পড়ছে, প্রতিনিয়ত পড়তে যাচ্ছে। আমি কী এমন পরামর্শ দিতাম বা এখনও দিই, যে পরামর্শে কাজ হয়! জানতে চাও? এই বইটি পড়লে সে পরামর্শগুলো পাওয়া যাবে, যা তোমাকে স্বপ্নের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। বর্তমান সময়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ দেশের সিংহভাগ শিক্ষার্থীর স্বপ্ন। কিন্তু কেন সে বিদেশে পড়তে যেতে ইচ্ছুক সে বিষয়ে তার তেমন কিছু জানা নেই। অনেক শিক্ষার্থী তার বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হলেও সঠিক তথ্য ও জানাশোনার অভাবে মাঝপথে এসে হারিয়ে যায়। মনে রাখবে, সঠিক তথ্যের অভাব থাকলে বহুদিনের লালিত স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাই তোমাকে সঠিক তথ্য আগে জানতে হবে। অনেকে মনে করে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য অনেক টাকার প্রয়োজন! আসলে, টাকার প্রয়োজন তেমন নেই। বিদেশে পড়তে আসার জন্য অনেক স্কলারশিপ বা বৃত্তি আছে। আমি সর্বদা পরামর্শ দিই, বৃত্তি নিয়ে বিদেশ এসো, বাবা-মায়ের কষ্টের টাকা নষ্ট করো না। সমস্যা হলো, কীভাবে বা কোথা থেকে এসব বৃত্তি পাওয়া যাবে অনেকেই তা জানে না, আমিও জানতাম না। এমনকি অনেকে এসব বৃত্তির কথা শুনলেও আবেদন করার প্রক্রিয়া ঠিকমতো তাদের জানা নেই। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা থাকলে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা উচিত। উচ্চশিক্ষার জন্য কোন দেশ ভালো হবে, স্কলারশিপের ব্যবস্থা আছে কি না, ছাত্রত্বকালীন কাজের সুযোগ আছে কিনা ইত্যাদি নানা বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

আমেরিকায় উচ্চশিক্ষা ও গবেষণা
শিক্ষা ও গবেষণামূলক বই
by মোহাম্মদ আরিফুর রহমান
TK. 213
অর্ডার করতে- https://getashorturl.com/wOryC

একজন শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ শিক্ষক, আমাদের সেটার খুব অভাব। আমরা এ বিষয়ে খুব একটা আলোচনা করি না, উচ্চশিক্ষা কেন দরকার সেটা নিয়ে ভাবনা নেই, কীভাবে উচ্চশিক্ষায় দেশের বাইরে আসতে হয়, এ জন্য কী করতে হবে সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই।
উচ্চশিক্ষায় কেন আমরা পিছিয়ে? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি জানতাম না কখন এবং কীভাবে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। আমরা প্রস্তুতি শুরু করি অনেকটা পাস করার পর কিংবা মাস্টার্স করা অবস্থায়। তখন মনে প্রশ্ন জাগত, আমেরিকায় উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে বাজারে বইয়ের এত অভাব কেন? আমেরিকায় গবেষণা করতে এসে অনুভব করলাম, গবেষণার মাঝে লেখালেখির সময় বের করে খুব কঠিন কাজ! তবুও আমি সময় বের করে দেশের স্বপ্নবাজ ছেলে-মেয়েদের জন্য এ বিষয়ে লিখি।
কোনো কাজই মানুষের অসাধ্য নয়, চেষ্টা অব্যাহত রাখলে বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া সম্ভব।

#বিদেশে_উচ্চশিক্ষা #আমেরিকায়_উচচশিক্ষা #আমেরিকা_আসার_সহজ_উপায়_কী?

Комментарии

Информация по комментариям в разработке