৯ম শ্রেণির ১৮ তম সপ্তাহের পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

Описание к видео ৯ম শ্রেণির ১৮ তম সপ্তাহের পদার্থ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর

৯ম শ্রেণির ১৮তম সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
শ্রেণি: নবম;
বিভাগ: বিজ্ঞান;
বিষয়: পদার্থ বিজ্ঞান;
অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

অ্যাসাইনমেন্ট:
তােমার চার পাশে অসংখ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্য থেকে যে কোন পাঁচটি সংঘর্ষের ঘটনা সনাক্ত কর এবং সংঘর্ষ গুলির মধ্যে যেটি সবচেয়ে ভয়াবহ তার কারণসহ ব্যাখ্যা কর।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
প্রকৃতি, সংবাদ মাধ্যম, ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ।

নমুনা উত্তরটি নিম্নরূপঃ

পাঁচটি সংঘর্ষের ঘটনা সনাক্ত করে যেটি সবচেয়ে ভয়াবহ তার কারণসহ ব্যাখ্যা

ভূমিকাঃ পদার্থবিজ্ঞানের ভাষায় সংঘর্ষ (ইংরেজি: Collision) বা সংঘাত বলতে অতি অল্পসময়ের জন্য বৃহৎ কোন বল ক্রিয়া করে বস্তুর গতির হঠাৎ ও ব্যাপক পরিবর্তন করাকে বোঝায়। ক্রিকেট ব্যাট দিয়ে বলকে আঘাত করা, ক্যারামের স্ট্রাইকার দিয়ে গুটিকে আঘাত করা, কামান থেকে গোলা নিক্ষেপ, ইত্যাদি এর অন্তর্গত। একটি আলফা কণা যখন স্বর্ণ নিউক্লিয়াসের অতি নিকটে আসে, তখন তারা পরস্পরকে প্রচন্ড ভাবে বিকর্ষণ করে, এটিও সংঘর্ষ। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সংঘর্ষ হলো দুটি বা তার অধিক বস্তুর মধ্যে সংঘাত।

নিচে কিছু ঘটনা উল্লেখ করা হলোঃ-
ঘটনা-১ঃ
আমি একদিন সি-এন-জি করে যখন ফুলগাজী হতে ফেনী যাচ্ছি তখন আমি দেখলাম, আমার গাড়ির সামনের গাড়ি বারবার তার সামনের বাস টিকে অতিক্রম করতে চাচ্ছে। অবশেষে CNG ড্রাইভার অনেক স্পিডে যখন চালালো তখন রাস্তা বেশি প্রসস্থ না থাকার কারণে CNG ড্রাইভার বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো যো লেনে চলে সেখানে ঢুকে পড়ে। ততক্ষণাৎ ঔদিক থেকে আসা একটি ট্রাক গাড়িটিকে আঘাত করে, যেখানে ৩ জনের মৃত্যু ও ২ জন অনেক আঘাত পায়।

ঘটনা-২ঃ
আমি একদিন যখন দোকানে বসে চা খাচ্ছিলাম,তখন দেখলাম একটা ছোট বাচ্চা রাস্তা পার হচ্ছে, তখন একটি কার অনেক জোরে এসে তাকে আঘাত করে সাথে সাথে শিশুটি সেখানে মারা যায়। গাড়িটি গিয়ে একটি গাছকে আঘাত করে এবং গাড়ির মধ্যে যারা আছে তারা সবাই গুরুতর আঘাত পায়।

ঘটনা-৩ঃ
আমি একদিন রিকশা করে যখন যাচ্ছিলাম তখন ফেনী রেলওয়ে স্টেশনে দেখলাম। ট্রেন আসার সংকেত দিচ্ছে, দুদিকে গাড়ি বন্ধের জন্য বাধ দিয়েছে। স্টেশন কর্মচারী ট্রেন আসতে নির্দেশনা দিচ্ছে, এমন সময় একটি গাড়ি বিপরীত দিক এসে চলে যেতে চাচ্ছিলো। হঠাৎ ট্রেন এসে একটি বারি দিয়ে একদিকে সবাইকে পেলে দিল, হাসপাতালে নেয়ার আগে সবাই মারা গেল।

ঘটনা-৪ঃ
আমি একদিন ফেনীর মহিপালে এক প্রয়োজনে গিয়েছিলাম। হঠাৎ রাস্তার দিকে তাকানোর কিছুক্ষণ পর গা শিহরিত হয়ে উঠল।একটি মোটর সাইকেল অনেক জোরে এসে রাস্তা ক্রস করার সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটল এবং মোটর চালক সাথে সাথে মারা গেল এবং দেহের বিভিন্ন অংশ আলাদা হয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়ল।

ঘটনা-৫ঃ
এটি আমাদের গ্রামের বাড়ির ঘটে যাওয়া ঘটনা। একদিন প্রায় সন্ধ্যার সময় আমি বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি দুদিক থেকে দুটি সাইকেল হর্ন দিতে না দিতে, একটি সাইকেলের চাকা অপর সাইকেলের চাকার সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে সাইকেল দুটি একত্রিত হয়ে , একটি কুয়ার মধ্যে পড়ে যায়।এবং দুজনেই আঘাত পায়।

উপরোক্ত ঘটনা সবগুলোর মধ্যে নিচেরটা শুধু কম বিবেচনার যোগ্য। বাকী সব আমাদের নানান কর্মকাণ্ডের কারণে হয়ে আসছে। নিচে এসব দুর্ঘটনার কারণ উল্লেখ করা হলোঃ-
১. যানবাহনের যান্ত্রিক ত্রুটি।
২. চালকদের অসতর্কতা।
৩. লাইসেন্সবিহীন কিংবা অনভিজ্ঞ চালক কর্তৃক গাড়ি চালনা।
৪. কখনাে কখনাে চালক থাকা অবস্থায় হেলপার কর্তৃক গাড়ি চালনা।
৫. একে অপরকে ওভারটেক করার প্রবণতা।
৬. অতিরিক্ত গতিবেগের কারণে নিয়ন্ত্রণ হারানাে ।
৭. কখনাে কখনাে নিজের অজান্তে চালকের ঘুমিয়ে পড়া।
৮. অতিরিক্ত যাত্রী বোঝাই কিংবা মাল বােঝাই করা।
৯. অমসৃণ ও আঁকাবাঁকা রাস্তা।
১০. অতি পুরাতন জীর্ণ সেতু।
১১. মহাসড়কে রিকশা, টেম্পু কিংবা অটো রিকশা চলাচল।
১২. চালকদের মাদকাসক্তি বিশেষত ট্রাক চালকদের মাদকাসক্তি।
১৩. পথচারীদের অসতর্ক চলাচল।
১৪. দুর্বল আইন কিংবা আইন প্রয়ােগের দুর্বলতা।
১৫. দুর্ঘটনা সংঘটনকারী চালকের উপযুক্ত শাস্তি বিধান না হওয়া।
উপরে বর্ণিত সব সংঘর্ষ ভয়াবহ, আর এই ভয়াবহ সংঘর্ষ ঘটার পিছনের কারণ উল্লেখ করা হলো।




৯ম শ্রেণির ১৭ তম সপ্তাহের সকল এসাইনমেন্ট প্রশ্ন উত্তর লিংকঃ
   • ৯ম শ্রেণির ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট, ...  

Комментарии

Информация по комментариям в разработке