Nuhash polli। একদিনেই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নুহাশ পল্লী ভ্রমণ । Humayun Ahmed। Gazipur।

Описание к видео Nuhash polli। একদিনেই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নুহাশ পল্লী ভ্রমণ । Humayun Ahmed। Gazipur।

নুহাশপল্লী কেমন লাগল?

তা আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ট্রাভেলের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন! আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।

ইতিহাসঃ-

ঢাকার অদূরে গাজীপুর জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরুজালী (পিরুজ আলী) গ্রামে অবস্থিত গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ ১৯৯৭ সালে মাত্র ২২ বিঘা জমিতে চমৎকার বাগান বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে নতুন নতুন স্থাপনা বৃদ্ধির সাথে সাথে উদ্যোনের আয়তন ও বৃদ্ধি করা হয়। বর্তমানে নুহাশ পল্লীর আয়তন প্রায় ৪০ বিঘা।


প্রবেশ মূল্যঃ
অসাধারণ এই পল্লীতে প্রবেশ জনপ্রতি ২০০ টাকা। তবে বাচ্ছা বা ১০ বছরের নিচের কারো জন্য ফি লাগবে না। তাছাড়া লেখকের কবর জিয়ারতের জন্য ও কোন প্রবেশ ফি দিতে হয় না। তবে জিয়ারতের জন্য আলাদা একটি রাস্তা রয়েছে। জিয়ারত শেষে পুনঃরায় ঐ রাস্তা দিয়ে বের হয়ে যেতে হবে।

সাপ্তাহের প্রতিদিন নুহাশ পল্লী খোলা থাকে। বছরের দুই দিন ১৩ নভেম্বর (হুমায়ূন আহমেদের জন্মদিন) এবং ১৯ জুলাই (হুমায়ূন আহমেদের মৃত্যু দিবস) সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে বিনা ফি’তে।

এখানে দেখার মতো আছে, লীলাবতী দিঘী, ভূত বিলাশ, ট্রি হাউজ, বৃস্টি বিলাস আর নানা রকমের দুর্লভ প্রজাতির ঔষধি ,ফলজ ,বনজ গাছ।

কিভাবে যাবেনঃ
রাজধানী থেকে যাবেন যারা, তারা গাজীপুর অথবা ময়মনসিংহগামী যে কোন বাসে করে গাজীপুর চৌরাস্তায় নেমে যাবেন। গাজীপুর চৌরাস্তায় বিভিন্ন জায়গার বাস পাওয়া যায়। সেখান থেকে হোতাপাড়া হয়ে যে বাস গুলো যায় সেই বাসে করে হোতাপাড়া বাজারে নেমে যাবেন। তারপর সেখান থেকে রিক্সা, অটোরিক্সা, সিএনজি বা লেগুনা করে সোজা নুহাশ পল্লী চলে যাবেন।

ঢাকা থেকে যদি ময়মনসিংহগামী বাসে আসেন তাহলে সরাসরি হোতাপাড়া বাসস্ট্যান্ডে নামতে পারবেন অথবা
সায়েদাবাদ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বাসে এসে সেখান থেকে হোতাপাড়া বাজার পর্যন্ত অন্য বাসে আসতে হবে।

হোতাপাড়া থেকে নুহাশপল্লীর লেগুনা ভাড়া জনপ্রতি ২০ টাকা। রিজার্ভে যেতে চাইলে ৩০০। তবে দরদাম করলে কিছু টাকা কম রাখে।

বি দ্রঃ বর্তমানে জ্বালানীমূল্য বৃদ্ধির কারনে যানবাহন খরচ কিছুটা বেড়েছে তাই ভাড়া একটু কম-বেশী হতে পারে।

যে সকল সুযোগ- সুবিধা রয়েছেঃ
1. নুহাশপল্লীর খুব কাছেই বঙ্গবন্ধু সাফারি পার্ক।
2. সার্বক্ষণিক নিরাপত্তা ব্যাবস্হা ও নিরাপদ গাড়ী পার্কিং
3. বিশুদ্ধ পানীয় জলের জন্য টিউবয়েল ব্যবস্হা
4. হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে কোন প্রবেশ ফি লাগে না
5. নুহাশপল্লীর কাছেই ভাওয়াল জাতীয় উদ্যানে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন।
6. সর্বোপরি চারদিকের নিরিবিলি নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য্য আপনার মনকে প্রশান্ত করে তুলবে।

নুহাশপল্লী কর্তৃপক্ষের সাথে যোগাযোগঃ
মোবাইল নম্বরঃ +88 01712-060971, 01738-704010, 01722-437883.

কিছু কথাঃ

আপনি যেখানেই ভ্রমণ করুন, সকল জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, আপনার এবং প্রতিটি নাগরিকের। জানেন তো পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ। তাই ময়লা আবর্জনা কেবল নির্দিষ্ট জায়গায় ফেলুন। ভ্রমণে নামাজ আদায় করুন। যেই সৃষ্টিকর্তার কারনে অপার সৌন্দর্যের দেখা পাচ্ছেন, তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। ধন্যাবাদ!

Social Media:-

পেজে লাইক দিয়ে পাশেই থাকুনঃ   / pipra-travelers-পিঁপড়া-ট্রাভেলার্স-107934...  

আমাদের সাথে গ্রুপে জয়েন করতেঃ https://www.facebook.com/groups/10759...

#Nuhashpolli
#humayunahmed
#নুহাশপল্লী
#gazipur
#daytour
#ভ্রমন

“Thanks for watching this video”

Комментарии

Информация по комментариям в разработке