তুমি সত্যিই চাও সে খুব Miss করুক | তাহলে সে খুব Miss Korbe

Описание к видео তুমি সত্যিই চাও সে খুব Miss করুক | তাহলে সে খুব Miss Korbe

তুমি সত্যিই চাও সে খুব Miss করুক | তাহলে সে খুব Miss Korbe

একমাস আগে শুরু করেছিলাম এক নতুন অধ্যায়। আমি জানি একটার পর একটা ভিডিও বানিয়ে আমি যত মানুষের হেল্প করতে পারব তার চেয়ে শতগুণ বেশি মানুষের হেল্প করতে পারব যদি বেশিরভাগ সমস্যা গুলোকে এক জায়গায় আলোচনা করি। কিন্তু সেই আলোচনা ভিডিওতে তো অসম্ভব। ঘন্টা খানেকের ভিডিও হবে। কেউ দেখবে না, উলটে গালাগাল করবে। অতয়েব চারজন ভাইকে সঙ্গে নিয়ে শুরু করলাম ইবুক বানাতে। এত কমেন্ট, মেসেজ, ইমেল, আমার ডাইরি…. সে যুদ্ধ চলল একমাসের বেশি সময় ধরে। সহজ সরল ভাবে সমস্যাগুলো আলোচনা করলাম। কেন সমস্যা হচ্ছে- এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কেন সমস্যা হচ্ছে এবং তার সঠিক সমাধান লিখলাম। কখন কী করবে, কী করবে না, কখন কোন চিঠি দেবে, কীভাবে দেবে… সব সাজালাম। চিঠি গুলোও সাজিয়ে দিলাম। ভাল খরচা করে মানানসই গ্রাফিক্স ডিজাইন করালাম। দারুণ একটা ইবুক তৈরি হল। সত্যিই অনেকদিন পর ভেতর থেকে একটা শান্তি পেলাম। আমি ১০০% নিশ্চিত ছিলাম এই ইবুক অনেকের সমস্যা মিটিয়ে দেবে। অনেকের ভালবাসা ফিরিয়ে দেবে। 

কিন্তু মন অশান্ত হল এটা দেখে,- এত পরিশ্রম; এত রাত জাগা; এত উৎসাহ… কিন্তু “কিনে”কে পড়বে! প্রেমে পুড়ে যাবে, দিনরাত কাঁদবে তাও তো পড়বে না। সেটা দুদিনেই বুঝে গেলাম। এত পরিশ্রম পৌঁছাল মাত্র ২৮ জনের হাতে (এখনো পর্যন্ত, বিজ্ঞাপন চালিয়ে)। বাংলাদেশের থেকে এই ইবুক কেনাই গেল না। পেমেন্ট সাপোর্ট করল না। আমার সেই চার ভাই (বন্ধু) কিছুতেই পারিশ্রমিক নিতে চাইছিল না। কিন্তু যারা আমার চক্করে পড়ে ঘরের খেয়ে পরের কান্না মোছাতে এল, তাদেরকে তাদের পারিশ্রমিক না দিলে আমার ভগবান আমাকে ক্ষমা করত না। 

এদিকে বাড়ির কাজ চলছে, এমন সময় নিজের ভুলে কিংবা আবেগে নাকি অন্ধ বিশ্বাসে এতটা টাকা ডোবালাম কে জানে। 🤦‍♂️ আমিও তোমাদের মতোই আবেগ প্রবণ। এতগুলো রাতের অক্লান্ত পরিশ্রম এভাবে জলে যাবে কে ভেবেছিল 😢 

নিচে আমাদের সেই শ্রমের লিংক দেওয়া রইল। যদি কোনওদিন কোনও পথভোলা পথিক পড়তে চায়। হ্যাঁ এই শ্রমের সঙ্গে আমার সেই জনপ্রিয় প্রেমের উপন্যাস “কেন প্রেম” এমনিই  দিয়েছি। ভাল থেকো ভালবাসায় থেকো ❤️

https://rpy.club/courses/uWzgfLgEh4

https://rpy.club/courses/uWzgfLgEh4 

Комментарии

Информация по комментариям в разработке