গর্ভকালীন সময়ে সাদাস্রাব জনিত সমস্যা এবং করনীয় | ডাঃ মেহের সুলতানা - সেবাঘর
মেয়েদের জন্য সাদাস্রাব সাধারণ একটি ব্যাপার বিশেষ করে গর্ভকালীন সময়ে। চিকিৎসা বিজ্ঞানে অতিরিক্ত এবং দুর্গন্ধ যুক্ত সাদাস্রাবকে লিউকরিয়া বলে। যৌন স্বাস্থ্যের সমতা রক্ষার জন্য সাদাস্রাব খুব গুরুত্বপূর্ণ কিন্তু সাদাস্রাব এর মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে এটি ইনফেকশনের কারনও হতে পারে। মেয়েদের স্বাভাবিক ভাবে ১৩-১৯ বছরের এবং প্রেগনেন্সির সময় স্বাভাবিক সাদাস্রাব হয়।
লিউকরিয়ায় আক্রান্ত নারীদের ভিন্ন ধরনের লক্ষন দেখা যায় আবার অনেকের একসাথে অনেক লক্ষন দেখা দেয়।
#সেবাঘর #গাইনীসমস্যা #গাইনীবিশেষজ্ঞ
গর্ভাবস্থায় নারীদের লিউকরিয়ায় বা সাদাস্রাবের সমস্যা ও করনীয় নিয়ে সেবাঘরে আলোচনা করছেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারঃ
ডাঃ মেহের সুলতানা
এমবিবিএস, এফসিপিএস: গাইনী ও ওবস (বিসিপিএস)
কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল, ঢাকা।
ঘরে বসে সেবাঘরের টেলিমেডিসিন সার্ভিস গ্রহণ করে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন সরাসরি ভিডিও কল সুবিধার মাধ্যমে। সেবাঘরে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াও আরো যুক্ত আছে অভিজ্ঞ ১২০০ এর অধিক কোভিড-১৯, মেডিসিন, শিশু, গাইনি, পাইলস, গ্যাস্ট্রোলজি, চর্ম ও যৌন, বক্ষব্যাধি সহ আরো বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তারগন। আপনার পছন্দমত সময়ে নির্ধারন করে সেবাঘর অ্যাপের মাধ্যমে খুব সহজেই ডাক্তারের অ্যাপন্টমেন্ট নিতে পারবেন। আপনি যেই সময়টি নির্ধারন করবেন ডাক্তার আপনাকে ওই সময়েই ভিডিও কল করবেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন আপনার হাতে থাকা অ্যাপেই চলে আসবে।
সেবাঘর হটলাইন সার্ভিসে কল করুনঃ ☎️☎️ 01951-900200, 01531-862257
আমাদের ওয়েবসাইটঃ 💻💻 https://sebaghar.com/
✔️✔️ ঘরে বসে সেবাঘর অ্যাপে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
গর্ভকালীন সময়ে সাদা স্রাব, গর্ভকালীন পেটে ব্যথা, গর্ভকালীন সময়ে রক্তপাত, গর্ভকালীন ডায়াবেটিস, গর্ভকালীন ব্যায়াম, সাদাস্রাব, সাদাস্রাব থেকে মুক্তির উপায়, সাদাস্রাব কেন হয়, সাদাস্রাবের ঔষধ কি, সাদাস্রাব এর চিকিৎসা, সাদাস্রাব দূর করার উপায়, সাদাস্রাব কি কারনে হয়, সাদাস্রাব জনিত সমস্যা, ডাঃ মেহের সুলতানা, গাইনি ও অবস, গাইনী সমস্যা, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার, গাইনী রোগ, স্ত্রী ও গাইনী রোগ, স্ত্রী ও গাইনী রোগ বিশেষজ্ঞ, gyne doctor, gynecology doctor, telemedicine service in bd, video call doctor, gyne and obs doctor, dr. meher sultana, গাইনি রোগ বিশেষজ্ঞ
Информация по комментариям в разработке