১৫ টাকায় দুবাই চা এখন ঢাকায়। রাজা চা। Raja Tea Stall। রাজার ১ কাপ চা ১৫ টাকা

Описание к видео ১৫ টাকায় দুবাই চা এখন ঢাকায়। রাজা চা। Raja Tea Stall। রাজার ১ কাপ চা ১৫ টাকা

১৫ টাকায় দুবাই চা এখন ঢাকায়। রাজা চা। Raja Tea Stall। রাজার ১ কাপ চা ১৫ টাকা


#রাজা_চা
#Tea_Recipe
#প্রবাসী
#দুবাই
রাজা চা নিয়ে অনেক কন্ট্রভার্সি আমি পাচ্ছি।
অনেকে যেমন খুব প্রশংসা করছেন,তেমন অনেকে একে খুব বাজে মানের চা হিসাবে বলেছেন।

ভিডিওতে আমি রেসিপিটা ভাল করে দেখিয়ে দিলাম,যেন চাইলে আপনারা বানিয়ে সেই চা খেতে পারেন।
ভিডিওটা আসলে করার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের যে সকল প্রবাসী কষ্ট করে যাচ্ছেন,দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের উপকার করছেন,তাদের সন্মান জানানো।
রাজা সাহেবও একজন প্রবাসী ছিলেন।তাই তার এই ভিডিওটা বানানো প্রবাসীদের সন্মান জানাতেই।
তার পরো যদি কারো ভিডিওটি খারাপ লেগে থাকে আমি ক্ষমাপ্রার্থী।
সবার জন্য শুভ কামনা।


(বিঃ দ্রঃ রাজা চা নিয়ে ভাল মন্দ নানান রিভিউ দেখে আমি গোপনে একাধিকবার এক কাপ চা খেতে তার দোকানে যাই, ক্যামেরার সামনে বানানো চা যত টুকু সুস্বাদু ছিল গোপনে খেতে গিয়ে অত বেশি স্বাদ পাইনি,তবে ১৫ টাকা দাম মেনে নেওয়ার মত ছিল।বিষয়টা গোপনে আরেকটু ইনভেস্টিগেট করে যা বুঝলাম,রাজা মামা আসলে মন ভোলা এক আনমনা মানুষ, যখন তার মন মেজাজ ভাল থাকে খুব সুন্দর চা তিনি বানান,কিন্তু হটাৎ খুব স্ট্রেসে পড়লে বা কাস্টমার খুব বেশি চায়ের জন্য ভিড় করলে তাড়াতাড়ি চা চাইলে উনি একটু খেই হারিয়ে ফেলেন।চায়ের মান ফল করে।
আমার বাসা এয়ারপোর্ট এলাকায় হওয়াতে আমি অনেক দিন থেকেই এই অভিযোগ টা বুঝার ট্রাই করছি।এই কথাগুলো একান্ত আমার ব্যক্তিগত ধারনা।কাওকে হেয় করা বা বড় করার জন্য লেখা নয়।সবাইকে অনেক ধন্যবাদ।

ডা. সালমান মাহী রুহুল কাওসার

রাজা টি স্টলের ঠিকানা
https://www.google.com/maps/place/Raj...

Комментарии

Информация по комментариям в разработке