01 : What is Arduino || Arduino Bangla Tutorial

Описание к видео 01 : What is Arduino || Arduino Bangla Tutorial

#arduino #arduinoproject #tutorial #microcontroller

আরডুইনো হলো একটি মাইক্রোকন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড যা ইলেকট্রনিক্স প্রোজেক্ট তৈরি এবং প্রোটোটাইপিং করার জন্য ব্যবহার হয়। এটি মাইক্রোকন্ট্রোলারের ব্যাবহারকে সহজ করে দিয়েছে যেমন- বিভিন্ন ধরণের সেন্সর, মেমোরি, আউটপুট ডিভাইস ইত্যাদি সহজেই সংযোগ করা যায়। আরডুইনোর মূল ফিচার হলো প্রোগ্রাম করার জন্য নিজস্ব একটি আইডিই রয়েছে এবং অতিরিক্ত কোন হার্ডওয়্যারের ঝামেলা ছাড়া সহজেই প্রোগ্রাম আপলোড করা যায়।

আপনি যদি আরডুইনোতে বেসিক থেকে ইন্টারমিডিয়েট বা এ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে MicroC Atomation চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নিন। আরডুইনো টিউটোরিয়াল বা মাইক্রোকন্ট্রোলার নিয়ে কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রয়োজনে ই-মেইল করতে পারেন।
Email: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке