8-5-2024 : আজ দক্ষিণ কলকাতার কালিকাপুরে শিল্পীমন আয়োজিত শিল্পীমন বাড়িতে ১৯ মে বাংলা ভাষা আন্দোলন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসাম রাজ্যের কাছাড় জেলার বরাক উপত্যকার শিলচর রেলস্টেশনে বাংলা ভাষার সরকারি স্বীকৃতি দাবির সত্যাগ্রহ আন্দোলনে পুলিশের গুলিতে ১১ জন ভাষাসৈনিক তরুণ-তরুণী প্রাণ হারান। সেই সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯ মে-এর প্রাক-কালের এই অনুষ্ঠানে বাংলা ভাষা আন্দোলন প্রসঙ্গে আলোচনা করেন সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক নীতীশ বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক ড. ইমানুল হক, কবি ও প্রাবন্ধিক পার্থসারথি গায়েন, কবি নমিতা চৌধুরী এবং শিল্পীমন সাহিত্য ও সংস্কৃতি সংগঠনের কর্ণধার কবি কেতকীপ্রসাদ রায়। দীর্ঘ ১৫ বছর ধরে শিল্পীমন প্রতি মাসে ব্যতিক্রমী কিছু অনুষ্ঠান করে চলেছে। এবারের অনুষ্ঠান ভাষা আন্দোলন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বিশিষ্ট কবিদের স্বকণ্ঠে ভাষা আন্দোলন কেন্দ্রিক কবিতা পাঠ। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে মুগ্ধতার সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিকশিল্পী ও দূরদর্শন সঞ্চালিকা নন্দিনী লাহা। ঋক রায়ের মনমুগ্ধকর দু'খানি সূচনা সঙ্গীত আজকের ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা অনুষ্ঠানের মাত্রা অনেকখানি পূর্ণতায় পৌঁছে দেয়। এরপর একে একে বাংলা ভাষা আন্দোলন কেন্দ্রিক কবিতা পাঠ করে শোনান কবি নমিতা চৌধুরী, পার্থসারথি গায়েন, ঋত্বিক ঠাকুর, অংশুমান চক্রবর্তী, অমিত কাশ্যপ, বিশ্বজিৎ রায়, অলোক দাশগুপ্ত, সাৎকর্ণী ঘোষ, দুর্গাদাস মিদ্যা, সুধাংশুরঞ্জন সাহা, ফটিক চৌধুরী, শঙ্কর ঘোষ, বিমল রায়, তাজিমুর রহমান, সুশান্ত গঙ্গোপাধ্যায়, শঙ্কর দত্ত, উজ্জ্বল মাজি, গৌতম তালুকদার, বিপ্লব ঘোষ, শকুন্তলা সান্যাল, জুলি লাহিড়ী, সুনেন্দু পাত্র, সপ্তর্ষি ভৌমিক, তাপসী আচার্য, জয়িতা ভট্টাচার্য, জয়িতা বসাক, স্বাতী গৌতম এবং কেতকীপ্রসাদ রায় প্রমুখ। অনুষ্ঠানে কেতকীপ্রসাদ রায়ের লেখা বাংলা ভাষা সম্পর্কিত একক শ্রুতিনাটক 'বর্ণপরিচয়' নন্দিনী লাহার অনবদ্য উপস্থাপনায় উপস্থিত বাংলা ভাষাপ্রেমিক সকল মানুষই মুগ্ধ হয়ে যান। অনুষ্ঠানে ভাষা শহীদদের gপ্রতি শ্রদ্ধা জানিয়ে কবি কেতকীপ্রসাদ রায়ের কবিতা কোলাজ 'আমার ভাষা, বাংলা ভাষা' শীর্ষক সম্মেলক আবৃত্তি পরিবেশন করেন রক্তকরবীর সদস্যবৃন্দ। সম্মেলক আবৃত্তি কোলাজটির পরিচালনায় ছিলেন পার্থপ্রতীম রায়। আজকের সমগ্র অনুষ্ঠানটি পৌরহিত্য করেন আন্তর্জাতিক তিরন্দাজী ক্রীড়াবিদ, স্পোর্টস অথরিটি
অফ ইন্ডিয়ার চিফ কোচ, 'বাংলার গৌরব' রুমা রায়।
The rights of all the song belong to the original copyright owners (Music Labels, artists)
To Subscribe & Follow me, Subscribe the below Link:
https://www.youtube.com/channel/UC47U...
Link to my Facebook Page:
/ reek-roy-107. .
To Subscribe & Follow my dad's channel, Subscribe the below Link:
https://www.youtube.com/channel/UCblC...
To watch more such videos, join the Facebook Group of Shilpimon:
/ 11639.
Информация по комментариям в разработке