🛑পুরুষের অন্ডকোষের রোগের হোমিও চিকিৎসা ( Homeo treatment of scrotum disease)
🇨🇭ডাঃ মাসুদ হোসেন☎️ 01907-583252, 01302-743871
🇨🇭 অণ্ডকোষ পুং প্রজননতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ। তা ছাড়া এটা ছেলেদের শরীরের সবচেয়ে সংবেদনশীল স্থান। অথচ এই সংবেদনশীল অঙ্গ দু’টি দেহগহ্বরের বাইরে অবস্থিত। কারণ দেহের ভেতর তাপমাত্রা খুব বেশি। অধিক তাপে শুক্রাণু নিষেকের উপযোগী থাকে না, নষ্ট হয়ে যায়। তাই অণ্ডকোষ দু’টি দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম বা অণ্ডথলি নামের একটি থলির ভেতর থাকে। এখানে তাপমাত্রা দেহের ভেতরের চেয়ে প্রায় ছয় ডিগ্রি কম। এই তাপমাত্রা শুক্রাণু উৎপাদনের জন্য উপযোগী। অণ্ডকোষ থেকে যেমন শুক্রাণু তৈরি হয় তেমনি অণ্ডকোষ টেস্টোস্টেরন নামের পুরুষ হরমোনও তৈরি করে। বিভিন্ন কারণে অণ্ডকোষ ফুলে যেতে পারে এবং এতে ব্যথা হতে পারে।
🇨🇭 অণ্ডকোষ দু’টি অনেকটা ডিম্বাকৃতির শক্ত কিন্তু কিছুটা তুলতুলে অঙ্গ। এতে দু’ধরনের কোষ থাকে। লিডিগ কোষ ও জনন কোষ। লিডিগ কোষ থেকে পুরুষ হরমোন টেস্টোস্টেরন তৈরি হয়। আর জনন কোষ থেকে শুক্রাণু তৈরি হয়। অণ্ডকোষের শেষ প্রান্তে থাকে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিস ভাস ডিফারেন্স তৈরি করে। ভাস ডিফারেন্স হলো এক ধরনের মাংসল বাহিকা। এটি অণ্ডথলি থেকে বের হয়ে বস্তিদেশের নিচের অংশে ঢুকে যায়। এখানে এই বাহিকা সেমিনাল ভেসিকলের বাহিকার সাথে মিলে একটি সাধারণ বাহিকা তৈরি করে। এই বাহিকাটি প্রোস্টেটের ভেতরে মূত্রনালীর সাথে মেশে।
🇨🇭 অণ্ডথলিতে অণ্ডকোষ এবং শুক্রাণু পরিবহনের এই বাহিকা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। এসব অঙ্গ হলো অণ্ডকোষের রক্তবাহিকা, লসিকা গ্রন্থি ও লসিকা নালী, অণ্ডকোষের স্নায়ুতন্ত্র, স্পার্মাটিক কর্ড, কর্ডের চার দিকে ক্রিমেসটেরিক পেশি। অণ্ডথলির ভেতরের যেকোনো অঙ্গই অণ্ডকোষ ফুলে যাওয়ার এবং অণ্ডকোষে ব্যথা হওয়ার কারণ হতে পারে। এ ছাড়া অন্যান্য কিছু কারণে অণ্ডকোষ ফুলে যেতে (যেমন- ইঙ্গুইনাল হার্নিয়া) ও অণ্ডকোষে ব্যথা (বৃক্কে পাথরের রেফারড্ ব্যথা) হতে পারে; আর এ দু’টি ক্ষেত্রে অণ্ডথলি একেবারেই স্বাভাবিক থাকে।
🇨🇭 অণ্ডকোষ ফুলে যাওয়ার এবং এতে ব্যথা হওয়ার কতগুলো সাধারণ লক্ষণ থাকে। অণ্ডকোষে ব্যথা হওয়ার আগে অনেকে অণ্ডথলিতে আঘাত পেতে পারেন। অনেকের অণ্ডকোষে ধীরে ধীরে আবার কারো অণ্ডকোষে খুব দ্রুত ব্যথা অনুভব হতে পারে। এ সময় অণ্ডথলি ফুলে যায়, ছুঁতে গেলে ব্যথা লাগে, অণ্ডথলির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যেতে পারে এবং অণ্ডথলির স্বাভাবিক রঙের পরিবর্তন ঘটতে পারে। এ ধরনের অনেক রোগীর জ্বরও থাকে। নিচে অণ্ডকোষের কিছু সাধারণ রোগ সম্বন্ধে আলোচনা করা হলো।
🇨🇭অণ্ডকোষের টর্সন: এ রোগটি সাধারণত অল্প বয়সী ছেলে ও যুবাদের রোগ। তবে যেকোনো বয়সের পুরুষই এ রোগে আক্রান্ত হতে পারেন। শতকরা প্রায় ২৫ ভাগ ক্ষেত্রে বড়রা এ রোগে আক্রান্ত হন। এটি সাধারণত একটি অণ্ডকোষেই হয়। যদি কোনো অণ্ডকোষের সাথে স্পার্মাটিক কর্ডের খুব সরু সংযোগ থাকে তাহলে এ রোগটি হয়। এ ক্ষেত্রে স্পার্মাটিক কর্ডটি হঠাৎ পেঁচিয়ে যায় ও ঘুরে যায়।
🇨🇭 অণ্ডকোষের_টর্সন:
সাথে সাথে অণ্ডকোষটিও ঘুরে যায়। স্পার্মাটিক কর্ডের পেঁচানো অংশটি অণ্ডকোষের রক্তবাহিকা বন্ধ করে দেয়। বেশিক্ষণ এই অবস্থা থাকলে রক্তপ্রবাহের অভাবে অণ্ডকোষ স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। দু’টি অণ্ডকোষই এভাবে নষ্ট হয়ে গেলে আক্রান্ত পুরুষ বন্ধ্যা হয়ে যায়। অণ্ডকোষের টর্সন হঠাৎ করেই হয়। তবে কখনো কখনো এটা ব্যায়ামের পর, বিশ্রামের সময় এমনকি ঘুমের মধ্যেও হতে পারে। টর্সন হওয়ার সাথে সাথে রোগীর অণ্ডকোষে খুব ব্যথা হয়। তবে কারো কারো ক্ষেত্রে মৃদু ব্যথাও হতে পারে। এ সময় অনেকের বমি বমি ভাব এবং কারো বা বমি হয়। আক্রান্ত অণ্ডকোষটি ফুলে যায় এবং একটু ওপর দিকে উঠে যায়। অণ্ডকোষের টর্সন একটি জরুরি অবস্থা, এ রকম অবস্থা হওয়ার সাথে সাথেই রোগীর অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। একটি অণ্ডকোষের টর্সন হলে অপর অণ্ডকোষটিরও টর্সন প্রতিরোধী চিকিৎসা করানো প্রয়োজন। কারণ যার একটি অণ্ডকোষের টর্সন হয়েছে তার অন্য অণ্ডকোষটিরও টর্সন হওয়ার সম্ভাবনা খুব বেশি।
🇨🇭 স্পার্মাটোসিল: এ রোগেও কোনো ব্যথা থাকে না। তবে এতে অণ্ডকোষের ওপরের অংশ ফুলে যায়। আসলে স্পার্মাটোসিল হলো এপিডিডাইমিসে তরলপূর্ণ এক ধরনের সিস্ট। এটি ব্যথাহীন এবং মসৃণ। এ রোগের চিকিৎসা না করালেও তেমন কোনো ক্ষতি নেই।
#অন্ডকোষ #পুরুষর_অন্ডকোষ #হোমিওপ্যাথিক #হোমিও
🇨🇭ডাঃ মাসুদ হোসেন
01907-583252 , 01302-743871
যোনি টাইট করার হোমিওপ্যাথিক চিকিৎসা : • যোনি টাইট করার হোমিওপ্যাথিক চিকিৎসা | Vagi...
মোটা ও বড় লিঙ্গ : • মোটা ও বড় লিঙ্গ | Big Panis Homeo Treatm...
সহবাসের সময় বৃদ্ধির হোমিও চিকিৎসা: • সহবাসের সময় বৃদ্ধির চিকিৎসা | Increased i...
দ্রুত বীর্যপাত রোধ করার হোমিও চিকিৎসা: • পেনিস সাইজ বড় করার, দ্রুত বীর্যপাত রোধ কর...
অতিরিক্ত যৌন উত্তেজনা : • অতিরিক্ত যৌন উত্তেজনা | যৌন রোগ বিশেষজ্ঞ আ...
বীর্যক্ষয় রোগের হোমিও চিকিৎসা: • বীর্যক্ষয় বা ধাতুক্ষয় রোগের হোমিও চিকিৎসা...
পুরুষের হাইড্রোসিল বা একশিরা : • পুরুষের একশিরা বা হাইড্রোসিল | Hydrocel...
নিস্তেজ লিঙ্গ লোহার মত শক্ত করার হোমিও চিকিৎসা : • নিস্তেজ লিঙ্গ লোহার মত শক্ত করার হোমিও চিক...
পুরুষের অন্ডকোষের রোগ: • পুরুষের অন্ডকোষের রোগের হোমিও চিকিৎসা | Ho...
Website: https://homeotreatment.com
Facebook Page: / homoeopathic-doctor-bd-new-104188911800693
Facebook Group: https://www.facebook.com/groups/62628...
Location: https://goo.gl/maps/4pgmakecWsZT2ots5
Use Tag:
অন্ডকোষের রোগ ও চিকিৎসা,অন্ডকোষের হোমিও চিকিৎসা,ভেরিকোসিল রোগের চিকিৎসা,অন্ডকোষের গুটির হোমিও চিকিৎসা,অন্ডকোষে সিস্ট এর হোমিও চিকিৎসা,অন্ডকোষে ব্যথার চিকিৎসা,পুরুষের অন্ডকোষের রোগ,হাইড্রোসিল রোগের চিকিৎসা,অন্ডকোষের চিকিৎসা,অন্ডকোষের সিস্ট এর বায়োকেমিক চিকিৎসা,অন্ডকোষের সিস্ট এর হোমিও ঔষধ,loose scrotum homeo treatment,ভেরিকোসিল রোগের হোমিও চিকিৎসা,অন্ডকোষের প্রদাহ,ভেরিকোসিল রোগের ঘরোয়া চিকিৎসা,অন্ডকোষের রোগ,অন্ডকোষের সমস্যা,অন্ডকোষের রোগ সমূহ,অন্ডকোষ ঝুলে
Информация по комментариям в разработке