৪০ লাখ টাকার কলা ২২ বিঘা জমি থেকে- রাজনীতি ছেড়ে সফল কৃষক সুবারেক

Описание к видео ৪০ লাখ টাকার কলা ২২ বিঘা জমি থেকে- রাজনীতি ছেড়ে সফল কৃষক সুবারেক

গল্পকেও হার মানায়। ছিলেন রাজনৈতিক কর্মী। মিছিল মিটিং করে বেড়াতেন।
সহসা বদলে গেল মন কৃষি অফিসারের সাথে কথা বলে।
বিগত সাত বছরে বদলে গেছে সব। এখন সে ১০০ বিঘার( লিজ নেয়া) কৃষি খামারের মালিক। প্রতি মৌসুমে লাখ লাখ টাকার পণ্য বিক্রি হয়, ৪০-৫০ জন লোক মানুষ কাজ করে তার কৃষি খামারে।
২২ বিঘা জমিতে সবরি কলা লাগিয়েছিলেন। এই রোজায় বিক্রি করছেন। প্রতি কান্দি ৬০০ টাকা হিসেবে প্রায় ৭০০০ কলা গাছের কলা বিক্রি করে দিয়েছেন ব্যাপারীর কাছে। কম বেশি ৪০ লাখ টাকার কলা বিক্রি হবে।
সুবারেকের চোখে মুখে আনন্দ ও খুশির আভা দেখে মনটা ভরে গেল।
কঠোর পরিশ্রম , বুদ্ধিমত্তা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এক সময়ের বেকার সুবারেক এখন এলাকার মানুষের কাছে গর্বের কৃষি উদ্যোক্তা।
সুবারেকের মত তরুণ উদ্যোক্তার হাত ধরেই এগিয়ে যাবে বাংলার কৃষি।
কৃষিই সমৃদ্ধি।

Комментарии

Информация по комментариям в разработке