শীতকালিন পাখির যত্ন। শীতকালে পাখির খাবার।পাখিদের কিভাবে ঠান্ডা থেকে রক্ষা করবেন?

Описание к видео শীতকালিন পাখির যত্ন। শীতকালে পাখির খাবার।পাখিদের কিভাবে ঠান্ডা থেকে রক্ষা করবেন?

শীতকালিন পাখির যত্ন। শীতকালে পাখির খাবার।পাখিদের কিভাবে ঠান্ডা থেকে রক্ষা করবেন?#পাখির_যত্ন
#পাখির_যত্ন
#শীতকালিন_পাখির_যত্ন
#sobdopetsvlog

************শীতকালে পাখির যত্ন*************
আমাদের দেশে প্রায়ই সব মানুষের শীতকাল ভালো লাগে। কিন্তু যারা পাখি পালেন তাদের মাথায় শীতের সময় যোগ হয় বাড়তি চিন্তা তার প্রিয় পাখিকে নিয়ে। কেন?

কারনঃ

শীতের সময় পাখি দুর্বল হয়ে পরে।
খুব সহজেই অসুস্থ হয়ে যায়।
অসুস্থ হলে অনেক সময় নেয় সুস্থ হতে।
পাখিদের বাচ্চা মারা যায়।
বাচ্চাদের স্থায়ী শ্বাসতন্ত্রের রোগ হয়।
কখনো কখনো আমি দেখেছি কিছু এভিয়ারিতে শীতের সময় প্রায় সব পাখি মারা গেছে।


আসলে এমন কেন হয়? শীতের সময় পাখিদের এত সমস্যা হয় কেন? আপনারা কি জানেন আমরা সাধারনত যেসব পাখি পুষে থাকি তাদের জন্য আদর্শ তাপমাত্রা কত? তারা যখন জঙ্গলে থাকে তখন কত তাপমাত্রায় থাকে?

বাজরিগার সবচেয়ে বেশি পোষা হয় এমন একটি পাখি। এদের জন্য স্বাভাবিক তাপমাত্রা কত? বাজরিগার এর জন্য স্বাভাবিক বা আদর্শ তাপমাত্রা হচ্ছে 20-28 degree celcius। কিন্তু আমাদের পাখির পরিবেশের তাপমাত্রা এত বেশি কমে যায়না। তাহলে পাখি মারা যায় বা অসুস্থ হয় কেন?

কারন হটাত করে তাপমাত্রা পরিবর্তন হওয়া। যেমন আজকের দিনের কথা যদি বলি সকালে আমার পাখির রুমের তাপমাত্রা ছিল 30 degree celcius আর এখন বিকাল তাপমাত্রা 25 degree celcius এমন হটাত করে তাপমাত্রার পরিবর্তনকে পাখি নিজের শরীরের সাথে মানিয়ে নিতে পারেনা। তখন পাখি দুর্বল হয়ে পড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও কমে যায় তাই খুব সহজেই পাখি অসুস্থ হয়ে পড়ে। আর সুস্থ হতে সময় লাগে।

এই সমস্যা থেকে কিভাবে আপনার পাখিদের বাচাবেন?



যদি সম্ভব হয় রুম হিটার এর ব্যাবস্থা করা তাহলে পাখির রমের জন্য একটি হিটার যোগার করবেন। হিটার দিয়ে পাখির রমের তাপমাত্রা একটা সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করবেন।
যারা পাখিদের বারান্দায় রাখেন তারা অন্তত দুইমাস (december-january) পাখিদের রুমে রাখার ব্যবস্থা করবেন। রুমে না রাখতে পারলে বারান্দায় খুব ভালোভাবে ঢেকে রাখবেন।
আপনি যদি চান হিটার ব্যবহার না করে অন্যভাবে একটু কষ্ট করেই পাখিদের শীতের সাথে মানিয়ে দিতে পারবেন। যা পাখিদের জন্য আরও বেশি কার্যকর। এরজন্য শীতের শুরুতে পাখির রুম বা খাচায় হালকা তাপের ব্যবস্থা করতে হবে। প্রথমে মাঝারি তাপের বাল্ব (৬০ watt) ব্যাবহার করবেন পাখির খাচায় ৫ দিন। তারপর অপেক্ষাকৃত কম তাপ উৎপন্ন হয় এমন বাল্ব (40 watt) ব্যাবহার করবেন ৫ দিন। এরপর 20 watt এর বাল্ব ১০ দিন। এরপর আর কোন অতিরিক্ত তাপের ব্যবস্থা করতে হবেনা। এভাবে আপনি আপনার পাখিকে শীতের সাথে মানিয়ে দিতে পারবেন।
শীতের সময় পাখিদের এমন খাবার দিতে হবে যা অতিরিক্ত তাপ উৎপন্ন করতে সাহায্য করবে। ক্যনারি সীড, গুজি তিল, তিসি জাতীয় বীজের অনুপাত বাড়িয়ে দিবেন।
পাখিদের শরীর গরম রাখার জন্য মধু খুব সাহায্য করে। শীতের সময় সপ্তাহে ৩ দিন পাখির খাবার পানির সাথে মধু মিশিয়ে খেতে দিতে পারেন। ১ লিটার পানিতে ৫ মিলি পরিমানে। আর খুব বেশি শীত পরলে শৈত্য প্রবাহের দিন গুলোতে মধু খেতে একটানা মধু মিশানো পানি খেতে দিবেন।
যদি কোন পাখি অসুস্থ হয়ে পড়ে তাকে খুব তারাতারি আলাদা করে দিতে হবে। এবং ঐ পাখির খাচায় 60 watt এর বাল্ব জালিয়ে দিবেন। পাখি সুস্থ না পর্যন্ত বাল্ব জালিয়ে রাখবেন।
পাখিদের খাচায় রাতে বাল্ব জালিয়ে রাখলে আলোর কারনে ঘুমাতে অসুবিধা হবে। তাই বাল্বগুলোকে কোন ধাতুর কৌটা দিয়ে ঢেকে দিতে হবে। মনে রাখবেন যে কোন ঋতুতেই পাখিকে অন্তত ১০ ঘণ্টা অন্ধকার করে রাখতে হবে যেন ঘুমাতে পারে। ঘুম কম হলে বা না ঘুমাতে পারলে পাখি অসুস্থ হয়ে পরবে।
সবসময়ই পাখির খেয়াল রাখবেন। আপনি যত ভালো যত্ন নিবেন তত ভালো ফল পাবেন।
note: এখানে বাজরিগার এর কথা উদাহরন দেয়ার জন্য ব্যবহার করা হয়েছে। যেকোনো বিদেশি পাখির ক্ষেত্রে একইরকম যত্ন নিতে হবে।
kyewords
#পাখি,
#pakhi,
#পাখির শীতের যত্ন,
#শীতে বাজরিগার পাখির যত্ন ও পরিচর্যা,বাজরিগার পাখি পালন,

শীতে পাখির খাঁচা কোথায় রাখবেন,বাজরিগার পাখি পালন পদ্ধতি,শীতকালে পাখির যত্ন ও পরিচর্যা বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস,winter care for budgerigar,budgerigar pakhi palon,শীতকালে পাখি কেন মারা যায়?,শীতকালে বাজরিগার পাখির খাবার,winter care of birds,শীতকালিন বাজরিগার পাখির যত্ন,পাখিদের কিভাবে ঠান্ডা থেকে রক্ষা করবো?,শীতকালে বারান্দায় পাখি পালন,birds management in winter,শীতকাল

Комментарии

Информация по комментариям в разработке