হালুয়াঘাট উপজেলার ইতিহাস ও ঐতিহ্য ময়মনসিংহ | History and Traditions of Haluaghat Mymensingh jewel vlogs
হালুয়াঘাট -
===========
উৎপত্তি ও নামকরণ-
ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালায় প্রাচীন জনপদ হুলিয়ারা গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অন্যদিকে ময়মনসিংহের প্রাচীন ইতিহাসে পাওয়া যায় ‘‘দর্শা'' নামক স্থানটির কথা। যেখানে সম্রাট আকবরের সময় একটি কানুনগো-র কার্যালয় স্থাপিত হয়। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে শেরপুর পরগনার অর্ন্তভূক্ত থাকাকালে ‘দর্শা' নদী পরাস্থ এ অঞ্চলটি দশসনা বন্দোবস্ত নেয় খাঁ উপাধিধারী তিন সহোদর। পূর্ববঙ্গের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৬৬১-১৬৬২ খ্রিষ্টাব্দে এ অঞ্চলে কোচদের একটি ছোট রাজ্য গড়ে উঠে যার রাজধানী স্থাপিত হয় দর্শা নদীর দ্বারা তিনদিকে বেষ্টিত কোন এক স্থানে। অন্যদিকে ময়মনসিংহ গীতিকায় যে হুলিয়ারা (হুলিয়া) গ্রামের সন্ধান মিলে তার সময়কাল অনুমান ৩০০-৪০০ বছর পূর্বের। হুলিয়ারার পার্শ্ববর্তী জঙ্গলে কেশর রায়ের রাজবাড়ির উল্লেখ পাওয়া যায়। ধারণা করা হয় কোচ রাজা বা কেশর রায় কর্তৃক প্রতিষ্ঠিত রাজবাড়িটিই বর্তমানে কাছাড় খাঁ নামে পরিচিত, যা দর্শা নদী দিয়ে তিন দিক থেকে বেষ্টিত। সার্বিক বিবেচনায় সময়টি ১৬৫০-১৭০০ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী কোন এক সময়। তখন দর্শানদীর ঘাট হয়ে নৌপথে হালুয়াঘাট এর সকল ব্যবসা-বাণিজ্য পরিচালিত হতো। হতে পারে হাল চাষীরা নানা কাজে এ ঘাট ব্যবহার করত বলেই এর নাম হালুয়াঘাট অর্থাৎ হালুয়া চাষীদের ঘাট হিসাবে প্রসিদ্ধি লাভ করে অথবা এ ঘাটটি হালুয়া নামক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলেই এর নাম ‘হালুয়াঘাট', এমনিভাবেই সময়ের স্রোত বেয়ে জন্ম লাভ করে আজকের আধুনিক হালুয়াঘাট।
========================
উপজেলা ঘোষণার সাল
৭ নভেম্বর, ১৯৮৩ খ্রিঃ
অবস্থান
========
উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কংস নদী, পূর্বে ধোবাউড়া, পশ্চিমে নালিতাবাড়ি অবস্থিত।
আয়তন ও গঠন
আয়তন ৩৫৬.০৭ বর্গকিলোমিটার। এটি ১টি থানা, ১২টি ইউনিয়ন, ১৪৬টি মৌজা, ২০৮টি গ্রাম নিয়ে গঠিত।
জনসংখ্যা
মোট জনসংখ্যা ২,৬৯,৩৭২ জন (২০০১ সনের আদমশুমারী অনুযায়ী), পুরুষ ১,৩৬,৮৪৫ জন, মহিলা ১,৩২,৫২৭ জন, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৭৫৭ জন, মোট খানার সংখ্যা ৬০,৩৬২টি, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.০৬%।
প্রাকৃতিক সম্পদ
বনভূমি ১২৫৬.৯০ একর। মেলং নদী, কংশ নদী, চেওয়াইল
(বরাক) নদী, বোরাঘাট নদী, বান্দরঘাটা নদী, জোড়া নদী,
রামখালী নদী ইত্যাদি। খালঃ টুকিয়ার খাল (৪ কিমি), পচনধরা খাল (৭ কিমি), মরা গুমুরিয়া খাল (৪ কিমি), আন্ডারখালী খাল (৩ কিমি), গাবরাখালী টিলাপাড়া খাল (৩ কিমি), বালুমহাল- হালুয়াঘাট নতুন বালু মহাল (আয়তন ২৯.৮৮২ একর), হালুয়াঘাট পুরাতন বালু মহাল (আয়তন ৭.১ একর)।
হালুয়াঘাটের ইতিহাস ও ঐতিহ্য, ময়মনসিংহ । History and Traditions of Haluaghat, Mymensingh
হালুয়াঘাটের ঐতিহ্য | গোবরাকুড়া স্থলবন্দর | কামাখ্যা মন্দির | সালামের মিষ্টি | ময়মনসিংহ |
দেখুন সিমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা || haluaghat upazila
ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে আমাদের হালুয়াঘাট।
হালুয়াঘাটে বন্যহাতির তাণ্ডব! | Elephant | Haluaghat | Mymensingh
হালুয়াঘাট উপজেলা | ময়মনসিংহ
হালুয়াঘাট বাজার||Haluaghat bazr Mymensingh Bangladesh
হালুয়াঘাটের মাঝিয়াইল গ্রামে চোরের গুহার সন্ধান
salma european park
Информация по комментариям в разработке