baiyater_hakikat বাইয়াতের হাকীকত সাঈয়েদ আবুল আলা মওদূদি রঃ

Описание к видео baiyater_hakikat বাইয়াতের হাকীকত সাঈয়েদ আবুল আলা মওদূদি রঃ

আলহামদুলিল্লাহ্‌।
আল্লাহর কাছে নতমস্তকে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের ইসলামী সাহিত্যের মৌলিক ২৯টি বইয়ের অডিও ভার্সন প্রকাশ করার তৌফিক দান করেছেন। অডিও প্রকাশের বিভিন্ন পর্যায়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহর কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। বিশেষ করে যিনি কন্ঠ দিয়েছেন, যিনি অডিও এডিট করেছেন, যে প্রবাসী ভাইয়েরা অর্থায়ন করেছেন তাদের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি।
শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে ইসলামী আদর্শকে জানা ও বোঝার সুযোগ করে দিতে আমাদের এই আয়োজন। বিশেষ করে প্রতিবন্ধী, অল্পশিক্ষিত ব্যক্তিদের কাছে সহজে ইসলামী আদর্শকে পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল আমাদের।
অডিওগুলো যথাযম্ভব সুশাব্য, স্পষ্ট ও নির্ভুল করার চেষ্টা করা হয়েছে। তারপরেও ভুল থাকা স্বাভাবিক। ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে ভুল সংশোধনে আমাদের সহযোগিতা করার অনুরোধ। আপনার পরামর্শ ও দোয়া আশা করছি।

https://www.icsbook.info/733/shibir

Комментарии

Информация по комментариям в разработке