অভাগীর স্বর্গ - সহজ ভাষায় - Ovagir Sorgo - Nine/Ten - SSC Goddo - Sharat Chandra Chattopadhyay

Описание к видео অভাগীর স্বর্গ - সহজ ভাষায় - Ovagir Sorgo - Nine/Ten - SSC Goddo - Sharat Chandra Chattopadhyay

কাহিনী সংক্ষেপঃ
গরিব-দুখী নীচু শ্রেণির ছেলে কাঙালী। তার মায়ের নাম অভাগী। প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এ গল্প। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে | চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধুনা, অগ্নির ধোঁয়ায় মুখুয্যে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। দুখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধূলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। মৃত্যুর সময় কাঙালী তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। এ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নীচু শ্রেণির হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন।

উইকিপিডিয়া

আমাদের অন্যান্য গল্পের ভিডিওঃ    • গল্প (এসএসসি)  

Комментарии

Информация по комментариям в разработке