টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম। টাকা ধার দেওয়ার চুক্তিপত্র ।

Описание к видео টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম। টাকা ধার দেওয়ার চুক্তিপত্র ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

টাকা ধার (ঋণ) দেওয়া/নেওয়ার চুক্তিপত্র

মোঃ আইয়ুব আলী, পিতা মৃত মোঃ আবুল হোসেন, মাতা-সখিনা বেগম, বর্তমান ঠিকানা : ১১০, নং পূর্ব নাখালপাড়া, থানা- তেজগাঁও, জেলা- ঢাকা । স্থায়ী ঠিকানা : গ্রাম- উত্তরপাড়া, ডাকঘর- জামতলা, থানা- মতলব, জেলা- চাঁদপুর, মোবাইল নং ০১২৩৪৫৬৭৮৯০, জাতীয় পরিচয়পত্র নং- ১২৩৪৫৬৭৮৯০, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলা, পেশা- চাকুরী।
--------- প্রথমপক্ষ / ঋণ দাতা।

মোঃ আব্দুজ জাব্বার, পিতা মোঃ গোলাম রাব্বানী, মাতা-আলেয়া বেগম, বর্তমান ঠিকানা – ২০, পুর্বতেজতুরী বাজার, ফার্মগেট, ঢাকা । স্থায়ি ঠিকানা : প্রাম- মধ্যপাড়া, পোঃ- হাসানহাট, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, মোবাইল নং ০১২৩৪৫৬৭৮৯০, জাতীয় পরিচয়পত্র নং- ১২৩৪৫৬৭৮৯০, জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলা, পেশা- ব্যবসা।
............দ্বিতীয়পক্ষ / ঋণ গ্রহিতা।

পরম করুনাময় অসীম দয়ালু মহান আল্লাহ তায়ালার নাম স্মরন করিয়া অত্র টাকা ধার /ঋণ দেওয়া চুক্তিপত্র দলিলের বয়ান আরম্ভ করিতেছি, যেহেতু আমি দ্বিতীয় পক্ষ আমার ব্যবাসিয়ক কাজে নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আপনি ১ম পক্ষের (ঋণ দাতা) কাছে ২০,০০,০০০/- ( বিশ লক্ষ) টাকা ধার / ঋণ হিসাবে নেওয়ার প্রস্তাব করিলে আপনি ১ম পক্ষ / ঋণ দাতা উহাতে সম্মত হন । সেমতে আমরা উভয় পক্ষ নি¤œ বর্নিত শর্তাবলীতে একমত হইয়া অত্র চুক্তিপত্র দলিল সম্পাদন কলিাম ।
শর্তাবলী
১) অদ্য ০১/০১/২০২২ইং তারিখে আমি ২য় পক্ষ (্ঋণ গ্রহিতা) আপনি ১ম পক্ষের (্ঋণ দাতা) নিকট হইতে ধার /ঋণ বাবাদ এককালিন ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা জনতা ব্যাংক, কাওরান বাজার শাখার ১২৩৪৫৬৭ নং চেকের মাধ্যমে গ্রহন করিলাম এবং উক্ত টাকা আমি ২য় পক্ষ আমার ব্যবসায়িক কাজে বিনিয়োগ করিব ।

২) উপরোক্ত ঋণের বিপরিতে আমি ২য় পক্ষ /ঋণ গ্রহিতা আপনি ১ম পক্ষ/ঋণ দাতাকে প্রতি মাসে ১০,০০০/-(দশ হাজার) টাকা করিয়া ব্যবসার লভ্যাংশ বাবদ প্রদান করিব ।

৩) আমি ২য় পক্ষ / ঋণ গ্রহিতা উপরে বর্নিত লভ্যাংশের টাকা পরবর্তি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান করিব এবং করিতে বাধ্য ধাকিব ।

৪) কোন অবস্থাতেই উপরে বর্নিত ধার্যকৃত মাসিক লভ্যাংশের পরিমান বৃদ্ধি করা যাইবে না ।

৫) প্রকৃতিক দুর্যোগ বা অন্য কোন সরকারী বিধিনিষেধের কারনে ব্যবসা পচিালনায় বিঘœ ঘটিলে উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে মাসিক লভ্যাংশের পরিমান মওকুফ বা কমানো যেতে পাওে, বিষয়টি অবশ্যই উভয় পক্ষের মানবিক দিক বিবেচনায় করা হবে ।

৬) ১ম পক্ষ/ঋণ দাতার নিজস্ব প্রয়োজনে উক্ত ধার দেওয়া টাকার প্রয়োজন হয়ে পড়লে, ২য় পক্ষ/ঋণ গ্রহিতা ০২ বা ০৩ মাস আগে জানাইবেন। ২য় পক্ষ ঋণ গ্রহিতা কোন ধরনের গরিমসি না করেই উক্ত সময়ের মধ্যে ১ পক্ষ/ঋণ গ্রহিতাকে তার দেওয়া ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা এককালিন পরিশোধ করিয়া দিবেন এবং দিতে বাধ্য রহিলেন ।
¬¬¬¬¬¬
৭) অনুুরুপ ভাবে ২য় পক্ষ /ঋণ গ্রহিতা, ঋণ হিসাবে গ্রহনকৃত উক্ত ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা ফেরৎ প্রদনি করিতে চাহিলে ১ মাস আগে ১ম পক্ষ/ঋণ দাতাকে জানাইবেন এবং উক্ত সময়ের পর লভ্যাংশের টাকা সহ মুল টাকা ১ম পক্ষ/ঋন দাতাতে ফেরৎ প্রদান করিবেন ।

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ ও স্থির মস্তিস্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিপত্র দলিল আমরা উভয় পক্ষ পাঠ করিয়া ইহার মর্ম ও ফলাফল ভালোভাবে অবগত হইয়া আমরা উভয় নিজ নিজ সহি সম্পাদন করিলাম। ইতি তারিখ ঃ

স্বাক্ষীগনের স্বাক্ষর ও ঠিকানা ঃ-

১)

২)
---------------------------
১ম পক্ষ /ঋণ দাতার স্বাক্ষর

---------------------------
দ্বিতীয় পক্ষ ঋন গ্রহিতার স্বাক্ষর

#চুক্তিপত্র

Комментарии

Информация по комментариям в разработке