২৪ ঘন্টা বা ১ দিনে বেদখল জমি উদ্ধার করুন সেনাবাহিনীর মাধ্যমে। সেনার নিকট অভিযোগের নমুনাসহ আলোচনা

Описание к видео ২৪ ঘন্টা বা ১ দিনে বেদখল জমি উদ্ধার করুন সেনাবাহিনীর মাধ্যমে। সেনার নিকট অভিযোগের নমুনাসহ আলোচনা

আইনি পরামর্শের জন্য এবং নতুন ভূমি আইনের দখল উদ্ধার, অবৈধ দখল, পূর্বের মামলা স্থানান্তর, প্রতারণা ও জালিয়াতিসহ অন্যান্য মামলার নমুনার পিডিএফ নিতে কল করুন- ০১৭৫৩-৩০২৬৬৪.
আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে-

ধারা ৬৪: ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা।

ধারা ৬৫: গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা ৮৩/৮৪/৮৬: ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা ৯৫(২): নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা ১০০: ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা ১০৫: সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।


ধারা ১০৭: শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।


ধারা ১০৯: ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা।

ধারা ১১০: ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১২৬: জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা ১২৭: বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা।

ধারা ১২৮: বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩০: বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩৩: স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

ধারা ১৪২: জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন। তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না।


১ দিনে বা ২৪ ঘন্টায় বেদখল জমি উদ্ধার করুন সেনাবাহিনীর মাধ্যমে, ১ দিনে বেদখল জমি উদ্ধার করুন সেনাবাহিনীর মাধ্যমে, ২৪ ঘন্টায় বেদখল জমি উদ্ধার করুন সেনাবাহিনীর মাধ্যমে, বেদখল জমি উদ্ধার করুন সেনাবাহিনীর মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে বেদখল জমি উদ্ধার, Senabahir maddhome dokhol uddhar, bedokhol jomi uddhar korbe senabahini, senabahinir bicharik khomota,

নতুন ভূমি আইনে দখল ফিরে পেতে আবেদন, ম্যাজিস্ট্রেটের নিকট আবেদনপত্রের নমুনাসহ,
সম্পত্তি বেদখল করনীয় কি, সম্পত্তি বেদখল হলে আইনি প্রতিকার কি, ৩ মাসে দখল উচ্ছেদ দখল উচ্ছেদ, সম্পত্তি বেদখল কি মামলা করতে হবে, বেদখলকৃত সম্পত্তি ফেরত পাবো কিভাবে, সম্পত্তি বেদখল হলে করণীয় কি, সম্পত্তি বেদখল আইনি প্রতিকার কি, জমি বেদখল, হঠাৎ করে কেউ জমি দখল করলে তাৎক্ষণিক আপনি কি করবেন?, জমি বেদখল আইনি প্রতিকার কি,
ভূমি আইন ২০২৩ এর গেজেট,
ভূমি আইন ২০২৩ এর গেজেট pdf,
ভূমি আইন ২০২৩ দখল সংক্রান্ত,
নতুন ভূমি আইন ২০২৩ দলিল যার জমি তার,
dolil jar jomi tar ain pdf download link, dolil zar jomi tar ain bd link, দখল নয়, দলিলই হবে জমির মালিকানা, dolil jar jomin tar ain bd download,
এখন থেকে দলিল যার জমি তার , New Law of land in Bangladesh pdf,
new law of land in bangladesh,. new land laws,
দলিল যার জমি তার ।। ভূমি আইনের প্রতিকার কোন আদালতে। dolil jar jomin tar ain bd .
সংসদে পাস হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৩। অন্যের জমি কেউ দখল করলে কিংবা ভুয়া দলিল তৈরি করে দখল করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে , থাকবে অর্থদণ্ডের বিধান।

Комментарии

Информация по комментариям в разработке