কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন ব্যবহার না করে প্রত্যেকটা গাছ নজর কাড়বে মালদা সিন্টু দার ছাদবাগান দেখলে

Описание к видео কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন ব্যবহার না করে প্রত্যেকটা গাছ নজর কাড়বে মালদা সিন্টু দার ছাদবাগান দেখলে

#rooftop_farming #rooftopgarden

আমাদের সকলের প্রিয় বাগান ধীরে ধীরে সাজিয়ে তোলার চেষ্টা চলছে একদিকে যেমন শীত আসছে। ঠিক অন্যদিকে আমাদের যে গাছগুলি বর্ষার পর ফুল আসে সে গাছগুলো কিন্তু ফুল চলে আসছে ধীরে ধীরে। প্রত্যেকটা গাছের যত্ন যেমন আমরা নরমাল করি ঠিক সেরকম যত্ন করলেই যথেষ্ট কিন্তু এখন বিষয় হলো।

কীটনাশক ফার্নিচার ভিটামিন কোন কিছু না ব্যবহার না করার পরেও এত সুন্দর ছাদ বাগান কিভাবে হচ্ছে সেটা জানতে হবে প্রথমে এরপর এমন কিছু গাছ আছে যেগুলি নিজে হাতে গ্রাফটিং তৈরি করা বিশেষ করে লন্ঠন জবা ও সুন্দর একটি bugenbeliya তৈরি করার যে চেষ্টা চলছে।

তবে মালদার বিভিন্ন নিউজ চ্যানেল এই ছাদ বাগানে এসে ঘুরে গেছেন কাউকে গাছ গিফট করার হলে ছোটখাটো কোন গাছ নয় বাগানের সেরা গাছটা তিনি তাকে দিয়ে দেন ভীষণভাবে গাছের প্রতি ভালোবাসা সেন্টুদা আমাদেরকে দেখিয়েছে এমনকি আমার নিজেকে পর্যন্ত একটি বিশাল বড় গাছ গিফট করেছে।

এখন মালদার বেশ কিছু ভিডিও দেখানো চলছে, এছাড়া রোজ দুপুর একটায় নতুন ভিডিও থাকে আপনাদের জন্য একটু ফলো করলে ভালো বাগান করা সব সময়ের জন্য সম্ভব।

সবাই সুস্থ থাকবেন এবং নিজেদের বাগান গুলি কিভাবে ভরালে হয়? অবশ্যই ভরাবেন

Комментарии

Информация по комментариям в разработке