ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা কোটবাড়ি || Magic Paradise Park Comilla || A to Z Details.

Описание к видео ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা কোটবাড়ি || Magic Paradise Park Comilla || A to Z Details.

ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা কোটবাড়ি। Magic Paradise Park Comilla। Magic। A to Z Details

ম্যাজিক প্যারাডাইস পার্ক বাংলাদেশ কুমিল্লা জেলার লালমাই উপজেলা কোটবাড়ি সালমানপুরে এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। এই পার্কটিতে রয়েছে ২০টির বেশি অধিক রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট, ওয়াটার পার্ক এবং ভূতের বাড়ি। যারা ছুটির দিনে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব অথবা প্রিয়জন মানুষ কে নিয়ে একদিনের জন্য ঢাকার আশেপাশে ঘুরতে যেতে চাচ্ছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে।

🔰 ম্যাজিক প্যারাডাইসে যাওয়ার উপায়:-
ঢাকা থেকে কুমিল্লা পদুয়ার বাজার বাসে করে এসে নেমে পড়বেন কোটবাড়ি বিশ্বরোেড। এক্ষেত্রে এসি বাস ভাড়া ৪৫০ টাকা এবং নন এসি বাসের ভাড়া পড়বে ৩৫০ টাকা। কোটবাড়ি থেকে অটো/ সিএনজিতে করে পার্কের গেটে চলে যেতে ২০-২৫ মিনিট সময় লাগবে। ভাড়া জনপ্রতি ২৫-৩০ টাকা অথবা রিজার্ভ করলে ১৫০-১৮০ নিবে।

➡এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে খুব সহজেই কুমিল্লা আসতে পারবেন। চট্টগ্রামগামী (সুবর্ণা ও সোনার বাংলা বাদে) প্রায় সকল ট্রেনই কুমিল্লা স্টেশনে থামে। ঢাকা থেকে কুমিল্লা জনপ্রতি ভাড়া ২২৫ থেকে ৭০২ টাকা।

➡যারা ঢাকার চেরাগ আলী, টঙ্গী, আব্দুল্লাহপুর, উওরা আজমপুর, কুড়িল বিশ্বরোড, নর্দ্দা, বনশ্রী হয়ে যেতে চান তারা চাইলে এশিয়া এয়ারকন বাসে করে যেতে পারবেন। বাসের কন্টাক নাম্বার ✆ 01713608438

➡ চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে প্রিন্স কিংবা সৌদিয়া বাস বেছে নিতে পারেন। অথবা যে কোন ঢাকাগামী বাসে করেই আসতে পারবেন, আপনাকে কুমিল্লায় নেমে যেতে হবে। আবার ঢাকা গামী ট্রেনে করে বাসের চেয়ে দ্রুত কুমিল্লা পৌঁছাতে পারবেন। অথবা দেশের অন্য কোন জায়গা থেকে আপনার সুবিধামত বাহনে কুমিল্লায় আসতে হবে।

🔰 ম্যাজিক পার্ক খরচ ও সময়সূচী:-
ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। ম্যাজিক প্যারাডাইস পার্ক এর এন্ট্রি টিকেট ফি জনপ্রতি ৩০০ টাকা। ওয়াটার পার্ক এর প্রবেশ ফি ৩৫০ টাকা, বিভিন্ন রাইডের টিকেট ১০০ টাকা করে। একসাথে কয়েক রাইড মিলিয়ে বিভিন্ন ধরণের প্যাকেজ আছে। আপনি চাইলে আলাদা আলাদা ভাবে না টিকেট কিনে একসাথে প্যাকেজের টিকেট ও কিনতে পারবেন। ৬ বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি টিকেট লাগে না। এছাড়া পিকনিক, ইভেন্ট বা প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01321124560, 01755660601

🔰 ম্যাজিক প্যারাডাইস পার্কের প্যাকেজ সমূহ:-

❗প্যাকেজের ধরণ ও প্যাকেজ মূল্য:-❗
১) প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ২ টি ড্রাই রাইড ৩০০ টাকা।
২) প্রবেশ + ওয়াটার প্যারাডাইস ডাইনোসর ওয়ার্ল্ড + ১ টি ড্রাই রাইড ৫০০ টাকা।
৩) প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ৭ টি ড্রাই রাইড ৬৫০ টাকা।
৪) প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস + ৪ টি ড্রাই রাইড ৬৫০ টাকা।
৫) প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস + ৭ টি ড্রাই রাইড ৮৫০ টাকা।

🔰 কোথায় খাবেন?
ম্যাজিক প্যারাডাইসে খাবার নিয়ে প্রবেশ করা যায় না। পার্কের ভিতরে দুইটি খাবারের দোকান ও একটি রেস্টুরেন্ট আছে। সেখানে ২০০ থেকে ২৫০ টাকার বিভিন্ন প্যাকেজ চালু রয়েছে।

magic paradise, magic paradise park comilla, best park and resort in comilla, amusement park in bangladesh
#magicparadisepark #magicparadise #park #amusementpark #magicparadisecomilla #magicparadisrwaterpark #ম্যাজিকপ্যারাডাইসপার্ক
#magicparadisedinosaurpark #thelostworld
#swimming #bestparkincomilla #ম্যাজিকপ্যারাডাইস
#amusementparkinbangladesh #durikana #waterpark
#magicparadisekotbari #magicparadiseshalmanpur

Комментарии

Информация по комментариям в разработке