সত্যযুগে মেধস মুনির আশ্রমে নাকি কলিযুগে তাহিরপুরে, দুর্গাপূজার সূচনা কোথায়? || Medhosh Munir Ashram

Описание к видео সত্যযুগে মেধস মুনির আশ্রমে নাকি কলিযুগে তাহিরপুরে, দুর্গাপূজার সূচনা কোথায়? || Medhosh Munir Ashram

কালিক পুরাণ ও কামাক্ষ্যা পুরাণের কিংবদন্তী মতে, সত্য যুগে শত্রুদের চক্রান্তে রাজ্য হারিয়ে রাজা সুরথ উদভ্রান্ত হয়ে যান। রাজ্য ফিরে পেতে তিনি ছুটে আসে মেধস মুনির আশ্রমে। তার সাথে আসেন সংসার জীবনে অতিষ্ঠ সমাধী বৈশ্যও। তারা অনেক চেষ্টা ও অপেক্ষার পর মেধস মুনির সাথে সাক্ষাতের সুযোগ পান। সব শুনে মেধস মুনি বলেন, সমস্যা থেকে মুক্তি পেতে হলে এখানে দেবী দুর্গার পূজা করতে হবে। মেধস মুনির নির্দেশনা অনুসারে, রাজা সুরথ ও সমাধী বৈশ্য পাশের নদী থেকে মাটি এনে দেবী দূর্গার প্রতীমা গড়ে পূজা করেন। এরপর রাজা সুরথ রাজ্য ফিরে পান, শান্তি আসে সমাধী বৈশ্যর জীবনে। তবে বছরখানেক আগে আমি রাজশাহীর তাহিরপুরের মন্দির নিয়ে ভিডিও তৈরি করি। বলা হয়, তাহিরপুরে রাজা কংস নারায়ণ প্রথম দুর্গাপূজার সূচনা করেন। সেই ভিডিও প্রকাশের পর থেকেই কিছু মানুষ প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তারা দাবি করছিলেন, সত্যযুগে চট্টগ্রামের মেধস মুনির আশ্রমেই সূচনা হয় দূর্গা পূজার। আসলে কোথা হতে দুর্গাপূজার সূচনা, এই প্রশ্নের জট খোলার চেষ্টা করবো এই ভিডিওতে।

Contact email address for sponsorship, affiliate or other business purpose: [email protected]

#মেধস_মুনির_আশ্রম #medhosh_munir_ashram #chittagong

Комментарии

Информация по комментариям в разработке