জাতীয় সংসদ ভবন -আধুনিক স্থাপত্যশিল্পে কেন সেরা? জানলে অবাক হবেন Bangladesh National Parliament House

Описание к видео জাতীয় সংসদ ভবন -আধুনিক স্থাপত্যশিল্পে কেন সেরা? জানলে অবাক হবেন Bangladesh National Parliament House

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পৃথিবীর আধুনিক স্থাপত্যশিল্পগুলোর মধ্যে অন্যতম একটি স্থাপনা। বিংশ শতাব্দীর আধুনিক স্থাপত্য রীতির স্থাপত্যসমূহের মধ্যে আমাদের জাতীয় সংসদ ভবন এক অনন্য নিদর্শন।
সময় তখন পাকিস্থান আমল তৎকালীন পাকিস্থানের সামরিক সরকার ঢাকার শেরে বাংলা নগরকে দ্বিতীয় রাজধানী বানানোর এবং সেখানে দ্বিতীয় সংসদ ভবন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করে । সেই ভাবনা থেকে ১৯৫৯ সালে প্রথম বর্তমান সংসদ ভবন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গৃহিত হয়। ১৯৬১ সালে বর্তমান মানিক মিয়া এভিনিউয়ের উত্তর পাশে ২০৮ একর জমি দ্বিতীয় রাজধানী ( বর্তমান রাজধানী ঢাকা - Dhaka City ) প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়। ১৯৬২ সালে ভবনটির মূল পরিকল্পনা পাস হয়।

তৎকালীন সরকার প্রকল্পটি বাস্তবায়ন করতে বাংলাদেশি স্থপতি মাজহারুল ইসলামের সাহায্য চাইলে তিনি এ প্রকল্পে বিশ্বের নামীদামী স্থপতিদের নিতে চাইলেন। তিনি প্রথমে খ্যাতিমান স্থপতি আলভার আলটো এবং ল্যা করবুইসারকে প্রস্তাব দিলে তারা দুজনই ব্যস্ত থাকায় পরে তিনি প্রস্তাব করেন আরেক বিখ্যাত স্থপতি লুই কানকে louis kahn যিনি ইয়েল ইউনিভার্সিটিতে মাজহারুল ইসলামের শিক্ষক ছিলেন। মার্কিন স্থপতি লুই আই কান রাজি হলে প্রথমে তাকে খসড়া নকশা প্রনয়ন করতে বলা হয় এবং পরবর্তিতে ১৯৬২ সালের মার্চ মাসে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেয়া হয়।
ভবনটির চূড়ান্ত নকশা প্রণীত হয় ১৯৬২ সালে এবং নির্মাণ শুরু হয় ১৯৬৪ সালে। শুরুতে ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয় ১৫ মিলিয়ন মার্কিন ডলার যা সমস্ত সুবিধাদিসহ ১৯৮২ সালে যখন নির্মাণকাজ শেষ হয় তখন ৩২ মিলিয়ন মার্কিন ডলারে গিয়ে ঠেকে। পুরো সংসদ ভবন এলাকায় অন্তর্ভুক্ত ছিল মূল সংসদ ভবন সংসদ সদস্য মন্ত্রী ও সচিবদের হোস্টেল অতিথি ভবন এবং কমিউনিটি বিল্ডিং রাস্তা হাঁটার পথ বাগান ও লেক ইত্যাদি। প্রাথমিক নকশায় সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের বাসভবন ও মসজিদ অন্তর্ভুক্ত থাকলেও এক্ষেত্রে মূল ভবনের আকর্ষণ যাতে না কমে যায় সেদিকে দৃষ্টি দিয়ে নকশায় পরিবর্তন আনা হয়। এতে এসব ভবনকে সরিয়ে সংসদ ভবন এলাকা থেকে দূরে নির্মাণ করার সিদ্ধান্ত হয়।
jatiya sangsad bhaban

Комментарии

Информация по комментариям в разработке