ঈদের দিন ১৩ টি সুন্নাত ইবাদত রয়েছে #islamicstory #islamicshorts #allah #prophetmuhammad #bangla
#banglastory #banglastatus #bangla #allah #allahuakbar #banglaislamicquotes #muslim #prophet #prophetmuhammad #islamic_video #hadith #banglahadith #islamicquotes #islam #islamicstory #islamicbangla
ঈদের দিনের ১৩ টি সুন্নাত
আপনি কি জানেন, ঈদের দিন তেরোটি সুন্নাত ইবাদত রয়েছে।
মুসলমানদের জন্য ঈদের দিনে উৎসব আনন্দের পাশাপাশি, সুন্নাতগুলোও পালন করা জরুরী।
নাম্বার এক, অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
দুই, মিসওয়াক করা।
তিন, গোসল করা।
নাম্বার চার, শরীয়তসম্মত সাজসজ্জা করা।
পাঁচ, সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
নাম্বার ছয়, সুগন্ধি ব্যবহার করা।
সাত, ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া।
তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম।
নাম্বার আট, সকাল সকাল ঈদগাহে যাওয়া।
নয়, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
দশ, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা।
নাম্বার এগারো, এক পথে ঈদগাহে যাওয়া, এবং অন্য পথ দিয়ে ফিরা।
বারো, পায়ে হেটে ঈদগাহে যাওয়া।
নাম্বার তেরো, ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা।
আর, ঈদুল আজহার সময় তাকবীর উচ্চস্বরে পড়া।
আল্লাহ আমাদের ঈদের সুন্নাতগুলো পালন করার তৌফিক দান করুন, আমীন।
ঈদের দিনের ১৩ টি সুন্নত---
মুসলমানদের ঈদের দিন একটি পবিত্র ও ইবাদতের দিন। এদিন শুধু উৎসবের নয়। আনন্দের পাশাপাশি ইবাদতটাই মূখ্য এ দিনে।
ফেতনা ফাসাদের যামানায় যে ব্যক্তি সুন্নাতকে আকড়ে ধরবে, তার জন্য রয়েছে বিশাল পুরষ্কার, আমলের হেফাজত এবং আল্লাহ তায়ালার মহব্বত..।
এজন্য সুন্নাতকে জেনে জেনে আমল করা।।
আসুন জেনে আমল করি---
১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং-৬১২৬]
২. মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮]
৩. গোসল করা। [ইবনে মাজাহ, হাদীস নং-১৩১৫]
৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা। [বুখারী, হাদীস নং-৯৪৮]
৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারী, হাদীস নং-৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং -৭৫৬০]
৬. সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০]
৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। [বুখারী, হাদীস নং-৯৫৩, তিরমিজী, হাদীস নং-৫৪২, সুনানে দারেমী, হাদীস নং-১৬০৩]
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৫৭]
৯. ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। [দারাকুতনী, হাদীস নং-১৬৯৪]
১০. ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। [বুখারী, হাদীস নং-৯৫৬, আবু দাউদ, হাদীস নং-১১৫৮]
১১. যে রাস্তায় ঈদগাতে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। [বুখারী, হাদীস নং-৯৮৬]
১২. পায়ে হেটে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৪৩]
১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
তবে ঈদুল আযহায় যাবার সময় তাকবীর উচ্চস্বরে পড়া।
কিতাব: কিতাবুস সুন্নাহ, ৪১-৪২
আল্লাহপাক আমাদের সবাইকে উক্ত সুন্নত আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন।
আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা ইসলামের প্রথম দিনগুলো থেকে মধ্যযুগ থেকে আধুনিক কাল পর্যন্ত ইসলামিক সমাজ ও সংস্কৃতির উন্নয়নের ইতিহাস নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা ইসলামিক ধর্মের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যেমন কুরআন, হাদিস, ইসলামী শরীয়ত, সাহাবীদের জীবন ও আরও অনেক কিছু।
আমরা আশা করি আমাদের চ্যানেলে পাওয়া যেকোনো তথ্য এবং বিষয়বস্তু আপনার জ্ঞান ও জ্ঞানকেন্দ্রিক প্রয়োজনগুলি পূরণ করবে। তাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে ইসলামিক সমাজ ও সংস্কৃতির সম্পূর্ণ ইতিহাস অনুসরণ করুন। জাজাকাল্লাহ খায়ির।
@Polli_gram_Music
@alorpothmultimedia
@alordishari1
@alorporoshvideo
@civilizationoffaith
@mohavabona
@DrMizanurRahmanAzhari
@_islamic_shorts4184
@Islamicshorts-vy9yl
@HiTechIslamic
@IslamicTeacherOfficial786
@Sonic_islamic
@safaislamic
@Tseriesislamicmusic
@ShreeCassetteIslamic
@IslamicWazBograOfficial
@Islamivfx
@IslamicBase-uv8zd
@ALHERAISLAMICCENTER
@_islamic_shorts4184
@Islamicshorts-vy9yl
@islamicshorts6028
@islamicshorts6028
@Ad.islamic.shorts
@Islamicshortsvideo320
@islamicshorts2.0
Информация по комментариям в разработке