হাতের নাগালে সকল স্বাস্থ্যসেবা নিয়ে এলো ডিআইএল ক্লিনিক মোবাইল অ্যাপ।

Описание к видео হাতের নাগালে সকল স্বাস্থ্যসেবা নিয়ে এলো ডিআইএল ক্লিনিক মোবাইল অ্যাপ।

হাতের নাগালে সকল স্বাস্থ্যসেবা নিয়ে এলো ডিআইএল ক্লিনিক মোবাইল অ্যাপ।
☑️ডাক্তার
☑️ফিজিওথেরাপিস্ট
☑️নার্স
☑️চেম্বার
☑️হোম সার্ভিস
☑️টেলিমেডিসিন
☑️ই-প্রেসক্রিপশন
☑️ক্লিনিক্যাল সেবা
সুস্থ্য সুন্দর জীবনযাপনের পরামর্শ ও পরিচর্যায়, ডিআইএল ক্লিনিক আছে আপনার পাশে সহজ, সুলভ ও মানসম্মত চিকিৎসা সেবায়।

ডিআইএল ক্লিনিকে আরো আছেঃ
সুবিধাজনক সময়ে ও সুবিধাজনক মাধ্যমে সেবা গ্রহন।
স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেশাজীবিদের বৃহৎ নেটওয়ার্ক।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং সেবার ধরণ অনুযায়ী সেবার মূল্য নির্ধারিত।
সাশ্রয়ী মূল্যে সহযোগী প্রতিষ্ঠানে ডায়গনস্টিক ও ক্লিনিক্যাল সেবা গ্রহনের সুবিধা।
প্রাথমিক চিকিৎসা প্রদান ও বিশেষজ্ঞ ডাক্তার খুজতে সহায়তা।
২৪ ঘন্টার জন্য ডাক্তার হেলপ লাইন।

আপনি হয়তো জানেন না আপনার নিকটস্থ প্রতিবেশী একজন বিশেষজ্ঞ ডাক্তার/ফিজিওথেরাপিস্ট/অভিজ্ঞ নার্স। তার হয়তো চেম্বার নেই কিন্তু তার বাসায় হয়তো রোগী দেখার ব্যবস্থা আছে। যেখানে সে আপনাকে আপনার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাটি দিতে পারবেন। অথবা সে আপনার বাসায় গিয়ে সহজেই আপনাকে স্বাস্থ্য সেবাটি দিতে পারবেন। তাই সহজে ও সুলভে চিকিৎসা সেবার জন্য নিকটস্থ ডাক্তার/ফিজিওথেরাপিস্ট/নার্স বা তাদের চেম্বার খুজে পেতে আজই ডাউনলোড করুন ডিআইএল ক্লিনিক মোবাইল অ্যাপ।

Комментарии

Информация по комментариям в разработке