লোকমান (আঃ)-এর ৭টি উপদেশ
1. আল্লাহর সাথে শিরক করো না
➝ “হে বৎস! আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নিশ্চয়ই শিরক একটি মহা জুলুম।” (সূরা লোকমান 31:13)
2. পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো
➝ আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন— মা-বাবার সাথে উত্তম ব্যবহার করতে। তবে যদি তারা আল্লাহর সাথে কাউকে শরিক করতে বলে, তবে তা মানবে না। (সূরা লোকমান 31:14-15)
3. আল্লাহ সবকিছু জানেন
➝ “হে বৎস! যদি কোনো বস্তু সরিষার দানার সমানও হয়, তা পাহাড়ের ভেতরে, আসমান কিংবা জমিনের যেকোনো স্থানে থাকুক, আল্লাহ তা নিয়ে আসবেন।” (সূরা লোকমান 31:16)
4. নামাজ কায়েম করো
➝ “হে বৎস! নামাজ কায়েম করো…” (সূরা লোকমান 31:17)
5. সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করো
➝ “তুমি সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো…” (সূরা লোকমান 31:17)
6. সব বিপদে ধৈর্য ধরো
➝ “…এবং তোমার ওপর যা বিপদ আসে, ধৈর্যসহকারে সহ্য করো। নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজ।” (সূরা লোকমান 31:17)
7. অহংকার ও গর্ব থেকে বেঁচে চলো
➝ “মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও না এবং জমিনে অহংকারভরে চলো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক গর্বকারীকে পছন্দ করেন না। আর তোমার চলাফেরায় মিতব্যয়ী হও এবং তোমার কণ্ঠস্বর নিচু করো।” (সূরা লোকমান 31:18-19)
---
👉 এভাবে লোকমান (আঃ) তাঁর সন্তানকে আকীদা, ইবাদত, চরিত্র, আচরণ ও সামাজিক জীবনের পূর্ণাঙ্গ উপদেশ দিয়েছিলেন।
#লোকমান_আঃ #ড.নোবেল #drnobel #islamicknowledge #islam #Advice
Abu taha, Dr Nabil, Mizanur rahman azhari, Saikh ahmadullah, bangla motivational video, motivational quotes, motivational speech, motivational video, shorts, আত্মউন্নয়ন, আত্মজাগরণ, আত্মবিশ্বাস, আবু ত্বহা আদনান, জীবন পরিবর্তন, জীবনের পরিবর্তন, ড. নাবিল, দৃঢ় সংকল্প, বাংলা অনুপ্রেরণা, মনের শক্তি, মানসিক প্রশান্তি, মানসিক শক্তি, মানসিক সুস্থতা, মানসিক স্বাস্থ্য, মিজানুর রহমান আজহারী, মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল স্পিচ, সন্তানকে উপদেশ, সফলতার মূলমন্ত্র, সাফল্যের গল্প
Информация по комментариям в разработке