Bangladesh Navy Special Force. Long Life Bangladesh

Описание к видео Bangladesh Navy Special Force. Long Life Bangladesh

বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত ও সুসংবদ্ধ স্পেশাল এলিট ফোর্স -SWADS।।



.
.
⭐⭐⭐ মূলত স্বাধীনতা যুদ্ধে অপারেশন জ্যাকপট এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে ও ফরমার মার্কিন রাষ্ট্রদূত ড্যান-ডাব্লিউ-মজিনার আগ্রহ ও সহযোগীতায় এবং US Navy SEAL + S.Korean UDT এর প্রশিক্ষণ ও এসল্ট ইকুইপমেন্ট সহযোগীতায় গড়ে তোলা হয় বাংলাদেশ নেভাল স্পেশাল ফোর্স-SWADS. BN SWADS অফিসিয়ালি ২০০৯ সালে প্রতিষ্ঠিত। সোয়াডস প্রথমে একটি স্পেশাল ইউনিট হিসেবে গড়ে উঠলেও বর্তমানে এর আকার বেশ বিস্তৃত। এই এলিট স্পেশাল ফোর্স এর ভেতর খন্ড খন্ড কিছু ইউনিট রয়েছে, যেগুলোর ভেতর উল্লেখযোগ্য হলো- SEAL, UDT, SBS, EOD/BD, BPC, SNIPER, etc.
.
.
⭐⭐⭐ মূলত SWADS এ তারাই অন্তর্ভুক্ত হতে পারে যারা বাংলাদেশ নৌবাহিনীর সদস্য এবং যারা নৌবাহিনী থেকে কোস্টগার্ড এ বদলী হয়ে গেছে শুধু তারাই। প্রথম দিকে এদের US Navy SEAL & S.Korean UDT ইন্সট্যাক্টর দিয়ে বাছাই করা হত তবে এখন প্রথমে SWADS সিনিয়র কমান্ডোরা বাছাই করে তারপর US SEAL & S.K UDT এর ইন্সটাক্টর রা বাছাই করে এবং তারপর বাকি প্রসেস।
.
একজন নেভাল স্পেশাল ফোর্স SWADS সদস্য হবার জন্য নৌবাহিনী থেকে সবচাইতে স্পেশাল কিছু পার্সোনেল কে বেছে নেয়া হয় যারা চূড়ান্ত পর্যায়ের মানসিক, শারীরিক ও অস্ত্র প্রশিক্ষণের ভেতর দিয়ে যেতে সক্ষম। এই সমস্ত বাছাইপর্ব ও প্রাথমিক প্রশিক্ষণ সারা হয় বাংলাদেশ নেভার স্পেশাল ফোর্স ট্রেইনিং স্কুল বা SWADS আতুরনিবাস বলে পরিচিত BNS Nirvik (চট্টগ্রাম), এবং বাছাই প্রক্রিয়া ও ট্রেইনিং এর মধ্য দিয়ে ৯৫%+ ক্যান্ডিডেট ঝরেপড়ে,, অর্থাৎ মাত্র ৫% এর ও কম ক্যান্ডিডেট নেভাল স্পেশাল ফোর্স SWADS এর গর্বিত সদস্য হতে পারে। আর এই প্রক্রিয়ায় থাকে US Navy SEAL, S.Korean UDT & Turkish স্পেশাল ফোর্স এর ইন্সট্রাকটর রা, যারা সোয়াডস কমান্ডো দের কাছে "The Brute" নামে বেশি পরিচিত। একজন স্পেশাল ফোর্স ক্যান্ডীডেট কে স্পেশাল ফোর্স কমান্ডো গড়ে তুলার পিছনে এদের অবদান সবচাইতে বেশি, সাধারণত এদের কাছে ভূল-ত্রুটি ক্ষমার অযোগ্য। মূলট আর দশটা সেরা স্পেশাল ফোর্স গুলোকে যেভাবে রিক্রুটিং করা হয় বিভিন্ন স্তরে স্তরে ঠিক তেমনি SWADS কেও একই ভাবে এই ইন্সট্রাকটর রা বাছাই ও প্রশিক্ষণ প্রদান করে থাকে। এর পর প্রসিডিওর চূড়াকরণ শেষে বাছাইকৃত SWADS Commando দেরকে পর্যায়ক্রমে দঃকোরিয়া, তুরস্ক ও আমেরিকায় পাঠানো হয় উন্নত ট্রেইনিং এর জন্য এবং অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্রে প্রশিক্ষণ নেবার জন্য। আর এই সমস্ত কিছুর পরে একজন স্পেশাল ফোর্স ক্যান্ডিডেট হয়ে ওঠে বাংলাদেশ এর গর্বের প্রতীক নেভাল স্পেশাল ফোর্স SWADS Commando.
.
.

⭐⭐⭐ একটা দেশের স্পেশাল ফোর্স কে বিভিন্ন বিষয়ে দক্ষ ও বিভিন্ন ক্ষেত্রে অপারেশন পরিচালনার সামর্থ্য থাকতে হয়, আর SWADS কে বিভিন্ন প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন দেশ এর স্পেশাল ফোর্স গুলোর সাথে যৌথভাবে মহড়ায় অংশগ্রহণ করতে হয়। সাধারণত বাংলাদেশ নেভি সোয়াডস- আমেরিকা, দঃকোরিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, চীন, পাকিস্তান সহো মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কিছু দেশ এর সাথে যৌথভাবে বিভিন্ন মহড়ায় অংশ নেয় যেখানে তারা দক্ষতা বিনিময় করে থাকে। বাংলাদেশ নেভি সোয়াডস এর কার্জক্ষেত্র গুলোর ভেতর রয়েছে...
♦Antipiracy
♦Counter-insurgency
♦Counternarcotics
♦Counter-terrorism
♦Covert insertions/extractions
♦Hostage rescue and personnel recovery
♦Hydrographic reconnaissance
♦Intelligence gathering
♦Raids
♦Underwater demolition
.
.
⭐⭐⭐ SWADS এর Weapons & Equipments ট্রেনিং খুব হাই লেভেলের যা তারা প্রশিক্ষণ ও এক্সারসাইস এর সময় পেয়ে থাকে। এলিট স্পেশাল ফোর্স হবার কারনে সোয়াডস বিশ্বের শেরা স্পেশাল ফোর্স এর সমমানের প্রায় সব ধরনের ওয়েপন্স ও গ্যাজেট ব্যবহার করে থাকে যা তারা আমেরিকা ও দঃকোরিয়া থেকে সরাসরিভাবে পেয়ে থাকে বিশেষ এগ্রিমেন্ট অনুযায়ী। শুধুমাত্র অত্যাধুনিক Weapons ই নয় সোয়াডস কমান্ডোরা Ballistic Helmet with Night Vision Sights, Underwater Gear, Ballistic vest সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস, বিভিন্ন ভেহিকেল, রাপিড রেস্পন্স বোট সহ ইত্যাদি ব্যবহার করে থাকে। যে সকল Weapons রয়েছে SWADS এর হাতে...
.
♦ H&K M-416 Assault Rifle
♦ M4A1 Assault Rifle
♦ Colt M-4 Carbine SOPMOD
♦ M-16 Assault Rifle
♦ Daewoo K-2 Assault Rifle
♦ BD-08 Assault Rifle
♦ Type-56 Assault Rifle
♦ H&K-MP5 Submachine Gun
♦ Daewoo K-7 Submachine Gun
♦ Remington M-24 Snipe Rifle
♦ Barrett M-107 Sniper Rifle
♦ Accuracy International AS50 .50 BMG Sniper
♦ M203 Grenade launcher
♦ MK-19 Grenade launcher
♦ Daewoo K-5 Semi-automatic pistol
♦ 9mm Semi-automatic pistol
.
এছাড়াও বেশ কিছু ইলেক্ট্রনিক গ্যাঁজেট ও ওয়েপন্স সোয়াডস ব্যবহার করে যা অপ্রকাশিত। জানাযায় যে US Navy SEAL & S.K UDT এর সাথে SWADS এর ৯০%+ ওয়েপন্স ও গ্যাঁজেট এর মিল রয়েছে (কিছু স্পর্শকাতর ওয়েপন্স ও গ্যাঁজেট ব্যাতিত)

Комментарии

Информация по комментариям в разработке