খরগোশ পালন পদ্ধতি , খরগোশের যত্ন পরিচর্যা ও খাবার

Описание к видео খরগোশ পালন পদ্ধতি , খরগোশের যত্ন পরিচর্যা ও খাবার

খরগোশ পালন পদ্ধতি

আমাদের মধ্যে অনেকেই শখ করে খরগোশ পালন করে থাকেন কিন্তু সঠিকভাবে পালন পদ্ধতি না জানার কারণে খরগোশ গুলো মারা যায় এবং এদের বিভিন্ন অসুখ-বিসুখ হয় । আবার অনেক সময় এদের গায়ের লোম পড়ে যায় । এক কথায় বলতে গেলে সঠিক যত্নের অভাবে এই সমস্ত সমস্যা গুলো হয়ে থাকে। এখানে আপনাদের সামনে তুলে ধরছি সঠিকভাবে খরগোশ পালন পদ্ধতি। এছাড়াও আলোচনা করা হলো খরগোশ এর খাবার তৈরির পদ্ধতি, খরগোশের যত্ন নেয়ার নিয়ম কানুন, খাঁচায় খরগোশ পালন পদ্ধতি, খরগোশের জন্য ব্যবহৃত খাঁচার সাইজ, খরগোশের জন্য দানাদার খাদ্য তৈরির নিয়ম, খরগোশের খাবার হিসেবে শাক সবজি,

খরগোশের খাঁচার সাইজ

প্রথমে আসি খরগোশ এর খাঁচার সাইজ কেমন হবে। আপনার ব্যবহৃত খাঁচা যদি সঠিক আকারের না হয় তবে এটা বড় আকারের প্রবলেম এর কারণ হতে পারে। শখের বশে খরগোশ পালন করলে এক জোড়া খরগোশ পালনের জন্য খাঁচার সাইজ হবে ১.৫ ফুট বাই ১.৫ ফুট। তবে এর থেকে ছোট কাঁচা ব্যবহার করা যাবে না। আর অপরদিকে যদি বাচ্চা উৎপাদনের জন্য খরগোশ পালন করা হয় তাহলে মাদী খরগোস কে তিন ফুট বাই দেড় ফুট সাইজের খাঁচা দিতে হবে। মাদি খরগোশ এর জন্য খাচার ভেতর ব্রিডিং বক্স দিতে হয়। এবং বাচ্চা দেয়ার পর পুরুষ খরগোশ আলাদা করে রাখতে হবে তা না হলে নানা রকম সমস্যা হতে পারে ।

খরগোশের ব্রিডিং

একটি খরগোশকে প্রাপ্তবয়স্ক করে তুলতে প্রায় ছয় মাসের মত সময় লাগে। 6 মাস বয়সের পর থেকে এরা ব্রিডিং করতে পারে। প্রতিবছর একটি মাদি খরগোশ 5 থেকে 6 বার বাচ্চা দেয়। এবং এদের বাচ্চা প্রদানের হার খুব বেশি থাকে । প্রতিবার বাচ্চা দেয়ার সময় এরা দুই থেকে আটটি করে বাচ্চা জন্ম দেয় । এই বাচ্চা গুলো পরবর্তী ছয় মাসের মধ্যে এডাল্ট হয়ে যায়।

খরগোশের খাবার তৈরি

সঠিকভাবে খাবারটা এক খরগোশের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। খরগোশের খাবারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে দানাদার খাবার এবং দ্বিতীয়টি হচ্ছে সবুজ খাবার বা শাকসবজি।

খরগোশের দানাদার খাদ্যের তালিকা

ভুট্টা ভাংগা ৫৪ %
চালের কুঁড়া ১৬%
ছয়াবিন মিল ২৩%
প্রোটিন কনসেনট্রেট ৪%
ডিসিপি ২%
ভিটামিন ও খনিজ লবণ ০.২৫%
লাইসিন ০.১%
মিথিওনিন ০.১৫%
লবন ০.৫%
__________________________________
মোট ১০০%

দানাদার খাবার তৈরীর সময়ে সবগুলো উপাদান একত্রে মিশিয়ে খাবার তৈরী করে রাখতে হবে। এছাড়া খামারে যারা মাংস উৎপাদনের জন্য খরগোশ পালন করেন তারা বেশির ভাগ সময় বয়লার মুরগির খাবার খরগোশকে খাইয়ে থাকে। কিন্তু ব্রিডিং এর জন্য বা শখ করে যারা খরগোশ পালন করেন তারা অবশ্যই উপরে উল্লেখিত হারে উপাদান গুলো মিশিয়ে খাবার তৈরি করে খাওয়াবেন।

একটি বাড়ন্ত খরগোশ কে প্রতি দিন ৯০ গ্ৰাম পরিমাণ দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। একটি প্রাপ্তবয়স্ক খরগোশকে প্রতিদিন ১০০ গ্রাম করে দানাদার খাবার দিতে হবে। বাচ্চা দিয়েছে এমন মা খরগোশকে দিনে ২৫০ গ্ৰাম করে খাবার দিতে হবে।

খরগোশ কি কি শাকসবজি খায়

আর খরগোশের শারীরিক সুস্থতার জন্য এবং সঠিকভাবে খরগোশ পালন পদ্ধতি মেনে পালনের জন্য এদের সবুজ শাকসবজি প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। খরগোশ কে প্রতিদিন কোন না কোন শাক সবজী বা কাঁচা ঘাস অবশ্যই খেতে দিতে হবে। সবজির মধ্যে খরগোশ গাজর,মুলা ,শসা , পালংশাক ইত্যাদি খেয়ে থাকে।

Комментарии

Информация по комментариям в разработке