দেশে পরিবহন খাতে দুর্ঘটনা রােধে দক্ষ গাড়িচালক তৈরির মাধ্যমে যুবদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযােগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমােচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের আওতাধীন ৪০টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৬৪টি জেলার বেকার যুবদের যানবাহন চালনা বিষয়ে ০১ (এক) মাস মেয়াদি অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের একাধিক প্যানেল নির্বাচন করার নিমিত্ত তাদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
The Department of Youth Development is a government department of Bangladesh responsible for the development of the youth population. It is located in Motijheel, Dhaka, Bangladesh. Faruk Ahmed is its director general
প্রশিক্ষণ কোর্সের নাম।যানবাহন চালনা প্রশিক্ষণ :
শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম):অষ্টম শ্রেণী বা সমমান পাশ
উল্লেখ্য, এককভাবে যে সকল কেন্দ্রে (জেলা) প্রশিক্ষণ প্রদান করা হবে সে সকল কেন্দ্র (জেলা) ৪০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান করবে। অন্যান্য জেলাসমূহ যৌথভাবে প্রতি কোর্সে ২০ (বিশ) জন করে প্রশিক্ষণার্থী নির্বাচন করে মূল কেন্দ্রে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করবে। উল্লেখ্য, প্রতিটি কেন্দ্রে ১৫ জন প্রশিক্ষণার্থীর আবাসন সুবিধা রয়েছে। বর্ণিত ১৫ (পনের)টির অতিরিক্ত আবাসন সুবিধা প্রদানের সুযােগ নেই। দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি; ক) আবেদন/দরখাস্ত জমাদানের স্থান : স্ব-স্ব জেলাধীন উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর। খ) আবেদন/দরখাস্ত জমাদানের শেষ তারিখ : ১৪ জুলাই, ২০২২ খ্রি.।। গ) বর্ণিত কোর্সে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ২১ থেকে ৩৫ বৎসর এবং বেকার যুবক ও যুব নারী হতে হবে;
স্বহস্তে পূরণকৃত আবেদন ফর্ম (০১) নাম (বাংলা ও ইংরেজি), (০২) পিতার নাম (বাংলা ও ইংরেজী), (০৩) মাতার নাম (বাংলা ও ইংরেজী), (০৪) জন্ম তারিখ, (০৫) বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স, (০৬) জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর, (০৭) বর্তমান ঠিকানা, (০৮) স্থায়ী ঠিকানা, (০৯) শিক্ষাগত যােগ্যতা, (১০) ধর্ম, (১১) জেন্ডার/লিঙ্গ, (১২) মােবাইল নম্বর, (১৩) Whatsapp নম্বর, (১৪) Facebook ID (যদি থাকে), (১৫) ই-মেইল ঠিকানা, (১৬) বিকল্প যােগাযােগ নম্বর (১৭) সংশ্লিষ্ট বিষয়ে ইতঃপূর্বে গৃহীত প্রশিক্ষণ (যদি থাকে) আবেদনপত্রের সাথে (ক) শিক্ষাগত যােগ্যতা সনদপত্রের অনুলিপি (খ) জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনােনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তােলা ০২ কপি পাসপাের্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। নির্ধারিত আবেদন ফরম যুব উন্নয়ন অধিদপ্তরের www.dyd.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা স্ব-স্ব জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের
উপপরিচালক/কো-অর্ডিনেটর/ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। ছ) সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট নির্বাচনী বাের্ডের সামনে হাজির হতে হবে। এজন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। জ) ভর্তির ব্যাপারে নির্বাচনী বাের্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ্য, যাদের জাতীয় পরিচয়পত্র নেই এবং যাদের যে কোন প্রকারের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা কোনােভাবেই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে।
। কেউ তথ্য গােপন করে আবেদন করলে পরবর্তীকালে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রশিক্ষণের শর্তাবলী : (ক) প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম-শৃংখলা মেনে চলতে হবে। (খ) প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
প্রশিক্ষণ শেষে আত্মকর্মকর্মসংস্থানে নিয়ােজিত হওয়ার তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট উপপরিচালক বরাবরে দাখিল করতে হবে। (ঘ) প্রশিক্ষণকালীন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১,যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি,যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি ফরম,ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,সরকারি ফ্রি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১,ফ্রি সরকারি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,যুব উন্নয়ন প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
#যুব_উন্নয়ন_অধিদপ্তর_ভর্তি_বিজ্ঞপ্তি_২০২২
jubo unnayan training center,jubo unnayan training,jubo unnayan training 2022,jubo unnayan training course 2021,training,free training,free training course,free training courses in bangladesh,free training courses government 2021,jubo unnayan odhidoptor,mohila bishoyok odhidoptor job circular 2021,jubo unnayan proshikkhon bangladesh
Информация по комментариям в разработке