মুখে স্বাদ লেগে থাকার মতো গাজরের হালুয়া রেসিপি ||গাজরের বরফি ||Carrot halwa ||Carrot Dessert Recipe

Описание к видео মুখে স্বাদ লেগে থাকার মতো গাজরের হালুয়া রেসিপি ||গাজরের বরফি ||Carrot halwa ||Carrot Dessert Recipe

হালুয়া হচ্ছে এক ধরনের মিষ্টান্ন বা মিষ্টি খাবার। হালুয়া শব্দটি আরবী ভাষার حلوى(ḥalwā) হতে এসেছে যার অর্থ মিষ্টান্ন। পৃথিবীর বিভিন্ন দেশে হালুয়া বিশেষ মিষ্ট খাদ্য হিসেবে বেশ সমাদৃত। বাংলাদেশে হালুয়া-রুটি কথাটি সুপ্রচলিত।রুটি কিংবা লুচি হালুয়া সহযোগে খাওয়ার রীতি প্রচলিত আছে।তারই রেশ ধরে আমার আজকের আয়োজন গাজরের হালুয়া রেসিপি! একদম সহজ রেসিপি তবে খেতে ভীষণ ভীষণ মজাদার! আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


উপকরণ :-
১.গাজর - ৭৫০ গ্রাম
২.তরল দুধ -১ লিটার
৩.চিনি - ১.৫ কাপ
৪.গুড়া দুধ - ১/২ কাপ
৫.কোরানো নারিকেল - ১ কাপ
৬.ঘি - ৩ টেবিল চামচ
৭.লবন স্বাদমতো
৮.দারুচিনি, এলাচ গুড়া -১/২ টেবিল চামচ



🔴 𝑴𝒚 𝑭𝒂𝒄𝒆𝒃𝒐𝒐𝒌 𝑷𝒂𝒈𝒆 𝑳𝒊𝒏𝒌 👉  / popiakbaryt  

🔴 𝑴𝒚 𝑰𝒏𝒔𝒕𝒂𝒈𝒓𝒂𝒎 𝑳𝒊𝒏𝒌 👉  / popi_akbar  




যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। 🙏❤️




Thank You For Watching. 💕💕

Комментарии

Информация по комментариям в разработке