নৌবাহিনী নাবিক ভর্তি মাঠ কার্যক্রম - BANGLADESH NAVY SAILOR SEAMAN NABIK EXAM BY DEFENCE ACADEMY

Описание к видео নৌবাহিনী নাবিক ভর্তি মাঠ কার্যক্রম - BANGLADESH NAVY SAILOR SEAMAN NABIK EXAM BY DEFENCE ACADEMY

#DefenceAcademy #Kazi_Obin #Fighters_Nabik_Guide
🛥বাংলাদেশ নৌবাহিনী 🇧🇩⚓নাবিক পদে নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ।
⭕বয়স: বিজ্ঞাপনে উল্লেখিত তারিখে
⛔নাবিকঃ১৭ - ২০ বছর
⛔এমওডিসি: ১৭- ২২ বছর

📑শিক্ষাগত_যোগ্যতাঃ
📁নাবিক( SSC 3.50 বিজ্ঞান বিভাগ and hight=5.6")
📁মেডিকেল(SSC 3.50 বিজ্ঞান বিভাগ and hight= 5.4")
📁পেট্রোলম্যান(SSC 3.00 সকল বিভাগ Hight=5.8")
📁এমওডিসি(SSC 3.00 সকল বিভাগ and Hight=5.6")
📁কুক(SSC 2.50 সকল বিভাগ and Hight = 5.4")
📁রাইটার (SSC 3.00 সকল বিভাগ and Hight 5.4" )

🔵Bangladesh Navy নাবিক হতে চাও ? তাহলে যে বিষয় গুলো সম্পর্কে পরিস্কার ধারনা থাকা দরকারঃ
☑১। পরীক্ষা পদ্ধতি
☑২। পরিক্ষার বিষয় সমূহ
☑৩। কোন বিষয় গুলো পড়তে হবে
☑৪। কোন বই পড়তে হবে

বিভিন্ন ব্রাঞ্চের কাজ সমুহঃ

⭕ নাবিক কমিউনিকেশন সীম্যানের কাজ কি?

✅ জাহাজ ও ঘাঁটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত্র, কামান, মিসাইল, টর্পেডাে ইত্যাদি সফল ভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়ােজনে ব্যবহার করা ।
✅ অত্যাধুনিক যন্ত্রপরিচালনা ও যােগাযােগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাঁটির যােগাযােগ রক্ষা করা।
✅ জাহাজের ইঞ্জিনরুম ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির পরিচালনা এবং রক্ষনাবেক্ষণ নিশ্চিত করণ।

⭕ পেট্রোলম্যান কাজ কি?
✅ জাহাজ ও ঘাঁটির আইন শৃংখলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা।
✅নৌবাহিনীর আইন অনুযায়ী সকল রুটিন ও শৃংখলা নিয়ন্ত্রণকারী কর্মী হিসেবে দায়িত্ব পালন করা।
✅বিভিন্ন প্রটোকল ডিউটি পালন করা।
✅জাহাজ ও ঘাঁটিতে নাবিক আগমন ও বর্হিগমন এবং ছুটি সংক্রান্ত বিষয়ের সঠিকতার নিশ্চয়তা বিধান করা

⭕ মেডিকেল ব্রাঞ্চের কাজ কি?
✅ নৌ সদস্যদের স্বাস্থগত সমস্যার জন্য মেডিকেল অফিসারের নির্দেশে প্রয়ােজনীয় চিকিৎসা প্রদান করা
✅ বাংলাদেশ নৌবাহিনীর হাসপাতালসমূহে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট এর দায়িত্ব পালন করা

⭕ স্টূয়ার্ড ট্রেডের কাজ কি?
✅ অফিসারদের খাবার পরিবেশন করা এবং অফিসারদের পােষাক প্রস্তুত করা
✅ অফিসারদের খাবারের জন্য জনবল নির্ধারণ এবং বিল প্রস্তুত করা ।

⭕ এমওডিসি (নৌ) এর কাজ কি ?

✅১) নৌবাহিনীর ঘাঁটিসমূহ এবং অন্যান্য স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করা।
✅২) বিভিন্ন গেইট এবং চেকপোস্টের যাবতীয় চেকিং কার্যক্রম পরিচালনা করা।
✅৩) প্রহরী সংক্রান্ত দায়িত্বাদিসহ গার্ড কমান্ডারের ডিউটি পালন করা।

এছাড়াও সকল ব্রাঞ্চের সদস্যদেরঃ

✅ একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা।
✅ সরকারের আদেশে নৌবাহিনী জাহাজ/ কন্টিনজেন্ট সদস্য হিসেবে জাতিসংঘ মিশনে গমণের সুযোগ ‼️👇

🅾আর্মি , নেভী , এয়ারফোর্স কমিশন্ড অফিসার/সৈনিক হওয়া যদি তোমার সপ্ন হয়ে থাকে আমাদের কাছে সেটা হয়ে যায় দায়িত্ব । ২০০৭ সাল থেকে সেই দায়িত্বটাই আমরা সফলতার সাথে পালন করে আসছি । আমরাই হতে পারি তোমার Defence Officer/Sailor হওয়ার পেছনের কারিগর .........

🏠-যোগাযোগ :
ডিফেন্স একাডেমী
জিলা স্কুল মোড় সংলগ্ন , ময়মনসিংহ
01716442443, 01616442443

🏛 আবাসিক সুবিধা রয়েছে 🏛

👮👮সময় ও সুযোগ বারবার আসেনা এটা হতে পারে তোমার ক্যারিয়ার গড়ার সর্বোচ্চ সুজোগ তাই প্রস্তুত হও এখন থেকেই।🎓👔

Exclusive আপডেট
🔴 ফাইটার্স নাবিক গাইড
🔵 স্টক লিমিটেড তাই এখনি অর্ডার করুন।
🚫🚫লাইব্রেরি/বাজারে পাওয়া যাবে না📵📵
🚚🚚কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে অথবা সরাসরি বই পেতে যোগাযোগ করুনঃ🏃🚶
📱01716 442 443 📱01616 442 443
🔷🔷 আপডেট ভার্সনের যা যা থাকছেঃ
🔵 বিগত ১৫ বছরের প্রশ্ন ও সমাধান।
🔵 ব্রাঞ্চ ভিত্তিক সকল বিষয়য়ের আলাদা আলাদা সমাধান।
🔵 টেক্সট বুক এর রিভিউ
🔵 সকল প্যাটার্ণ এর IQ ব্যাখ্যা সহ বাংলায় সমাধান।
🔵 ইজি ওয়েতে MCQ আকারে ইংরেজির টপিক ভিত্তিক সমাধান।
🔵 শর্টকাট টেকনিক আকারে গনিত MCQ আকারে সমাধান।
🔵 পদার্থ ও জীব বিজ্ঞান এর গুরুত্ত্বপূর্ণ ও টেক্সট বুক এর MCQ
🔵 সাম্প্রতিক বিষয় ও সর্বশেষ আপডেট সহ সাধারণ জ্ঞান এর সমাধান ।
🔵 ব্যাকরণ ও সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও টেক্সট বুক রিভিউ ও সমাধান।
🔵 🔴সকল বিষয়য়ের MCQ আকারে সমাধান।
🔴 মৌখিক পরীক্ষার সেট আকারে সমাধান।

❎ বাজারের অন্যান্য বই এর মত জগাখিচুড়ির নয় , যেমন বাজারে শুধু নাবিক পদের নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য কোন বই নেই আর যে বই গুলো পাওয়া তা সব বাহিনীর একসাথে।

👨👮👲 কিন্তু বাংলাদেশ নৌ বাহিনীর নাবিক ভর্তি পরিক্ষা অন্য সব বাহিনীর পরিক্ষা পদ্ধতি এক রকম নয়। পরিক্ষার পদ্ধতি, পরিক্ষার বিষয়, সিলেবাস আলাদা । আর তাই অল্প সময়ে সঠিক প্রিপারেশন এর জন্য 📒ফাইটার্স পড়ুন।

ফাইটার্স সিরিজ এর বই সমূহঃ
➡১। ফাইটার্স আইএসএসবি গাইড
➡২। ফাইটার্স আর্মি গাইড
➡৩। ফাইটার্স নেভাল গাইড
➡৪। ফাইটার্স এয়ারফোর্স গাইড
➡৫। ফাইটার্স ওয়ারেন্ট অফিসার গাইড
➡৬। ফাইটার্স সৈনিক গাইড
➡৭। ফাইটার্স নাবিক গাইড
➡৮। ফাইটার্স বিমানসেনা গাইড
➡৯। ফাইটার্স বিজিবি গাইড

🛤-যোগাযোগ :
ডিফেন্স একাডেমী
জিলা স্কুল মোড় সংলগ্ন, ময়মনসিংহ
Contact : #KaziObin
CEO, #DefenceAcademy🏨
📲01716442443, 📲01616442443

🔴 কাজী অভিন স্যারের ফেইসবুক পেইজ
💥  / kazi-mahbubzaman-obin-1364980333618360  

🔴ডিফেন্স একাডেমী ফেইসবুক পেইজ
💥  / defenceacademy.mym  

🔴ডিফেন্স একাডেমীর অফিসিয়াল ফেসবুক গ্রূপ
💥  / 2209564419341781  

🔴BD Army Navy Airforce Viva Written ISSB Guideline
💥  / 248502633000675  

🔴বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বিজিবি তথ্য
💥  / 1154588568221341  

🔴Bangladesh Army BMA Long Course Preparation Guideline & Information
💥  / 209058269788738  

🔴ফাইটার্স ডিফেন্স সার্ভিসেস গাইড
💥www.facebook.com/ফাইটার্স-ডিফেন্স-সার্ভিসেস-গাইড-305135686616971

Комментарии

Информация по комментариям в разработке