বেরিয়েছে যে কাফেলা || সংগঠন সংগীত || Beriyechhe Je Kafela || Songothon Sangeet

Описание к видео বেরিয়েছে যে কাফেলা || সংগঠন সংগীত || Beriyechhe Je Kafela || Songothon Sangeet

বেরিয়েছে যে কাফেলা
ফিরবেনা সে কোনো দিন
হয়তো বিজয় হবে
নয়তো তার ফিরবে কফিন।

রাতের ঐ নীরবতা ভেঙে
নিয়ে শাহাদাতের তামান্না,
কন্টকময় পথ পাড়ি দেবে
ঝরাবেনা হৃদয়ের কান্না।।

শত বাধা ভয় মাড়িয়ে দিয়ে
বিজয়ের আনবে সুদিন।

দুর্গম গিরি পথ পেরিয়ে যাবে
জ্বালিয়ে দিয়ে ঈমানের নূর,
কন্ঠে তার ঝরবে দিবা নিশি
সুমধুর আল কোরানের সুর।।

ব্যস্ত সে থাকবে সারাটি ক্ষণ
বিজয়ী করতে মিশন।

Комментарии

Информация по комментариям в разработке