ঠাকুর প্রসঙ্গ ১৬ | শ্রীশ্রীরামঠাকুর কেন বাতাসা পছন্দ করতেন না | রামকথা

Описание к видео ঠাকুর প্রসঙ্গ ১৬ | শ্রীশ্রীরামঠাকুর কেন বাতাসা পছন্দ করতেন না | রামকথা

জয় রাম, জয় গোবিন্দ। কলিযুগের ত্রাতা শ্রীশ্রীরামঠাকুর কেনো বাতাসা পছন্দ করতেন না, আজকের রামকথার আয়োজনে “ঠাকুর প্রসঙ্গ ১৬” এই পর্বে আমরা তাই জানতে চলেছি। সংক্ষেপে যদি বলি আমাদের পরমারাধ্য গুরু শ্রীশ্রীসত্যনারায়ণ তথা শ্রীশ্রীকৈবল্যনাথ হলেন আমাদের জন্য এই ঘোর কলির ত্রাতা। তিনি অত্যন্ত অসাধারন হয়েও ছিলেন অত্যন্ত সাধারণ।

সাধারণ মানুষের মত তার প্রয়োজন ছিলো না কোন খাদ্যাহারের, প্রয়োজন ছিলো না স্নানের তবুও তিনি ছিলেন নিত্য শুদ্ধ, নিত্য স্নাত এবং নিত্য বলিষ্ঠ। অথচ তবুও তিনি কেবল ভক্তের মনবাসনা পূর্ণ করার জন্য, অত্যন্ত পীড়াপীড়ির সম্মুখীন হলে ভক্তদের নিবেদিত ভোগ কখনও কখনও গ্রহণ করতেন।

তিনি ছিলেন অষ্ট যোগ সিদ্ধ সাধক, চাইলেই তিনি বাতাসার সকল জীবানু তার যোগবলে ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি যে ঐ জীবানুদেরও রামঠাকুর। তাই তো এই প্রকৃতির অংশ ঐ জীবানুগুলোকে তাদের মত করে থাকতে দিলেন। আর এদিকে আমাদের মত মানুষরা যাতে ঐ জীবানুগুলোকে ভক্ষণ করে অসুস্থ না হয়ে পরি তাই এই লীলার মাধ্যমে তা বুঝিয়ে দিয়ে গেলেন।

শ্রীশ্রীরামঠাকুর কেনো বাতাসা পছন্দ করতেন না, আশা করি এবার আপনারা সকলেই বুঝতে পারলেন! শ্রীশ্রীঠাকুরের জীবনী ও আদর্শ নিয়ে রামকথার নিয়মিত আয়োজন ঠাকুর প্রসঙ্গ আপনাদের কেমন লাগছে অনুগ্রহ পূর্বক কমেন্টে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ।
***************************************
👉 Connect with us on Facebook: facebook.com/ramkotha.official
👥 Join our official group: facebook.com/groups/ramkothaofficials
🌟 Explore Sri Sri Satyanarayaner Seva Mondir: facebook.com/dingamanik.dham
**************************************
#রামকথা #ঠাকুর_প্রসঙ্গ #ramkotha #রামঠাকুর #srisriramthakur #spiritualinspiration #devotion

রামকথা । RamKotha

Комментарии

Информация по комментариям в разработке