বান্দরবন মেঘলা পর্যটন কমপ্লেক্স | MEGHLA PARJATAN COMPLEX episode 2

Описание к видео বান্দরবন মেঘলা পর্যটন কমপ্লেক্স | MEGHLA PARJATAN COMPLEX episode 2

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে বান্দরবান-কেরাণীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবান শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। চারদিকের ঘন সবুজ, লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদেরকে দূর্নিবার আকর্ষনে কাছে টানে। বৈচিত্র্য পিয়াসী মানুষ তাই আত্মিক ক্ষুধা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার।
মেঘলায় লেকের উপর মনোমুগ্ধকর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়া চিত্তবিনোদনের জন্য আরো রয়েছে সাফারি পার্ক, শিশুপার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, ক্যাবল কার ও প্যাডেল বোট। এছাড়া পাহাড়ের চুঁড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ীকন্যা বান্দরবানের নজরকাড়া প্রাকৃতিক দৃশ্য।
ঢাকার কলাবাগান, সায়েদাবাদ, গাবতলী এবং ফকিরাপুল থেকে শ্যামলি, হানিফ, ইউনিক, এস আলম, ডলফিন ইত্যাদি পরিবহণের বাস প্রতিদিন বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত ১০ টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো একটি বাসে চড়ে সহজেই বান্দরবান আসতে পারেন। এসব নন-এসি ও এসি বাসের জনপ্রতি ভাড়া ৮০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।
পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা নিশিতা, মহানগর গোধূলি কিংবা চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে প্রথমে চট্টগ্রাম তারপর সোজা বান্দরবানে চলে যেতে পারেন। চট্টগ্রাম শহরের বদ্দারহাট থেকে পূবালী ও পূর্বানী পরিবহনের নন-এসি বাস ৩০ মিনিট পরপর বান্দারবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসগুলোতে জনপ্রতি ২২০ টাকা ভাড়া দিতে হয়।

এরপর বান্দরবান শহর থেকে চাঁদের গাড়ি কিংবা ব্যাটারিচালিত অটোরিকশা মেঘলা পর্যটনকেন্দ্রে যাওয়া যায়। চাইলে বান্দরানের অন্যান্য দর্শনীয় স্থান যেমন নীলাচল, স্বর্ণমন্দির ইত্যাদি পর্যটন স্পট ঘুরে দেখার সাথে মেঘলা ঘুরে দেখার জন্যে পছন্দমত রিজার্ভ গাড়ি ভাড়া করে নিতে পারবেন। শুধু মেঘলায় যাওয়ার জন্যে বান্দরবান শহর থেকে সিএনজি ২০০-৪০০টাকা, জীপ গাড়ি ৪০০-৬০০ টাকা ভাড়া নিবে।
মেঘলা পর্যটন কমপ্লেক্সে রাতে থাকার জন্য জেলা প্রশাসনের রেস্ট হাউজ ভাড়ায় পাওয়া যায়। মেঘলা রেস্ট হাউজের মোট ৪ টি কক্ষের প্রতিটির জন্য ২০০০ টাকা লাগে। এ

এছাড়া হোটেল ফোর স্টারে সিঙ্গেল রুমের ভাড়া পড়বে ৩০০ টাকা, ডাবল রুম ৬০০ টাকা এবং এসি রুম ১২০০ টাকা। আর হোটেল থ্রি স্টারে থাকতে চাইলে নন-এসি ফ্ল্যাট ২৫০০ টাকা এবং এসি ফ্ল্যাট ৩০০০ টাকায় পাবেন। হোটেল প্লাজা বান্দরবানে সিঙ্গেল রুমের ভাড়া ৪০০ টাকা, ডাবল রুম ৮৫০ টাকা ও এসি রুম ১২০০ টাকায় পাওয়া যায়। হলিডে ইনে সাধারণ রুম ১০০০ টাকা, নন-এসি ১৩০০ টাকা, এবং এসি রুম পড়বে ১৫০০ টাকা। তবে সময়ের পরিবর্তনে উল্লেখিত ভাড়ার পরিমাণ কম কিংবা বেশি হতে পারে।

মেঘলা পর্যটন কমপ্লেক্সে বেড়াতে আসা পর্যটকদের খাবার জন্য বান্দরবান শহরে মাঝারি মানের বেশ কিছু হোটেল রয়েছে। সেগুলো থেকে নিজের পছন্দ মত হোটেলে তিন বেলার খাবার খেয়ে নিতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке