Ven Bana Bhanter Desona III শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তের কন্ঠে দেশনা

Описание к видео Ven Bana Bhanter Desona III শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তের কন্ঠে দেশনা

শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তে দীর্ঘ সময় পর্যন্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। এই অনিত্য সংসারে মানুষের দু:খ কষ্ট লাঘব করার জন্য সকাল সন্ধ্যা যে কোন সময়ে সাধারন জনগনের মাঝে ধর্ম প্রচার করে গেছেন। সুন্দর জীবন যাপন করার জন্য জীবন চলার পথে সব কিছুতে মাত্রা জ্ঞান করা রাখা দরকার। অল্প আহার করার জন্য, কাউকে কখনো অন্যায় না করা, ধর্মচারীকে ধর্ম রক্ষা করে, বৌদ্ধ ধর্মে কোন প্রকার ঈশ্বর নেই, জীব হিংসা করা মহাপাপ, সকল জীবের প্রতি মৈত্রীভাব করার কথা, পঞ্চশীল পালনের কথা, খাটি বৌদ্ধ ধর্ম পালনের কথা, বৌদ্ধ ধর্ম পবিত্র ধর্ম, এই বৌদ্ধ ধর্মকে সঠিকভাবে পালনের কথা, পাপ না করার জন্য সর্বদা পূন্য কর্ম করার জন্য, নিজের মধ্যে লজ্জাবোধ জাগ্রত করতে পারলে নির্বান লাভ করা সম্ভব, নিজেকে মিথ্যা ধর্ম হতে বিরত রাখার বিষয়ের কথা, ধর্ম জ্ঞান, ধর্ম চক্ষু উৎপন্ন হলে লজ্জাবোধ উৎপন্ন হয় এবং পাপ কার্য হতে নিজেকে বিরত রাখা সম্ভব। জীবনের প্রতিটিক্ষণ সর্বদা সর্তকতা মূলক আচরনের ধর্মদেশনা প্রদান করেছেন ভান্তে।

জগতের সকল প্রানী সুখী হোক সকল প্রকার দু:খ হতে মুক্ত হোক এই প্রার্থনা করছি।

করোনময় এই পরিস্থিতি হতে যেন এই পৃথিবীর সকল প্রাণী রক্ষা পেতে পারি এই প্রার্থনা এবং কামনা করছি।

Комментарии

Информация по комментариям в разработке