তালাক। তালাকের ৫টি কারন Talaq | 5 big reasons for divorce | Jaalhaq

Описание к видео তালাক। তালাকের ৫টি কারন Talaq | 5 big reasons for divorce | Jaalhaq

বর্তমান যুগে তালাকের পরিমান অকল্পনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে, তালাকের টপ ফেক্টর কি কি জানেন? তালাকের কয়েকটি টপ ফেক্টর আছে

#তালাক। তালাকের ৫টি কারন
#Talaq | 5 big reasons for divorce | Jaalhaq

অনেক সময় একটি মেয়ে বিয়ের পর ২ সপ্তাহের মধ্যেই শশুড় বাড়ীর লোকদের ব্যপারে নেগেটিভ বলা আরম্ভ করে দেয়, যারা বিয়ের পর থেকেই শশুড় বাড়ী সম্পর্কে নেগেটিভ চিন্তা করা আরম্ভ করতে থাকে, নেগেটিভ বিষয়গুলিই নোটিশ করে আর বাপের বাড়ী এসে এসব নেগেটিভ বিষয়গুলিই বলতে থাকে সে সব বিয়ে টিকে না
নাম্বার ওয়ান ফেক্টর এর ২য় স্তরে হলঃ মনে রাখবেন যে সব মেয়ে পালিয়ে বিয়ে করে, এমন বিয়ে বেশীদিন টিকে না, এসব বিয়ে দ্রুত ভেঙ্গে যায়। আমাদের দেশে কোর্টে যে রেকর্ড আছে তাতে দেখা যায় বেশীরভাগ তালাক হয় যারা অভিভাবকের চোখে ধুলু দিয়ে পালিয়ে বিয়ে করে তাদের।
বিয়ে ভঙ্গের ৩য় কারন হল (ওয়াতাওয়াসাওবিল হাক্ব ওয়াতাওয়াসাওবিস সাবর) আল্লাহ তায়ালা শিক্ষা দিচ্ছেন তোমরা পরস্পর ধৈর্য্যর কথা বল, যে সব মেয়ে বিয়ের পর মা বাবাকে এসে স্বামীর ও শশুড় বাড়ীর বদনাম করে আর সে বদনাম শুনে মেয়ের মা বাবা মেয়েকে আল্লাহর শিক্ষা সবরের কথা না বলে আরো উসকে দেয়, মা বাবা বা মেয়ের আত্মিয়রা মেয়েকে আইন আদালত নারি নির্যাতন মামলা এসব বলে সে সব বিয়ে দ্রুত ভেঙ্গে যায়।
বিয়ে ভঙ্গের ৪থ কারন হল - বেপর্দা ও ফ্রি মাইন্ডের কালচার, পুরুষরা যতই নিজেকে ফ্রি মাইন্ডের লোক বলে দাবী করুন না কেন, একজন পুরুষ কখনো নিজের স্ত্রী অন্য কোন পুরুষের সাথে খোলামেলা হাসিখুশি ভাবে কথা বলুকে সেটা সহ্য করতে পারে না সেজন্য দেখা যায় আমাদের দেশে তথা সারা বিশ্বে যে সব মিডিয়ার লোকজন আছে যারা একদম খোলামেলা যাদের ধম ও ধার্মিকতার বালাই নাই তাদের ক্ষেত্রে ই বেশী ডিভোর্স হয়ে থাকে।
৫ম কারন হল ধার্মিকতায় উদাসিনতা-প্রথম আলোর এক জরিপে দেখা যায় স্বামীরা স্ত্রীকে তালাক দেয়ার বেশীরভাগ কারন হল স্ত্রী ইসলামি শরিয়ত অনুযায়ী না চলা, পরকীয়া, স্ত্রীর বদমেজাজ, সংসারের প্রতি উদাসীনতা, সন্তান না হওয়াসহ বিভিন্ন কারণে স্ত্রীকে তালাক দিচ্ছেন স্বামী। পক্ষান্তরে নারীদের পক্ষ থেকে যে সব অভিযোগ পাওয়া যায় স্বামীর পরনারীর সঙ্গে সম্পর্ক, যৌতুকের লোভ, দেশের বাইরে গিয়ে আর ফিরে না আসা, স্বামীর মাদকাসক্তি। মুলত এসব অভিযোগের গোড়া হল ধার্মিকতার প্রতি উদাসিনতা। তাই অভিভাবককে অবশ্যই বিয়ে দেয়ার সময় ধন সম্পদ চাকরি স্টটাস এসবের পাশাপাশি ধার্মিকতাকে বেশী গুরুত্ব দিতে হবে। তাহলে তালাকের প্রবনতা কমে যাবে। ইনশা আল্লাহ।


স্ত্রী কর্তৃক তালাক,
মোবাইলে তালাক,
তিন তালাক,
এক তালাক দুই তালাক,
তালাক সম্পর্কে হাদিস,
তালাকের মাসআলা,
তালাকের তওবা,
তালাক আইন,
ইসলামের দৃষ্টিতে তালাক,
যে কারণে বাড়ছে তালাক,
বাংলাদেশে বিবাহবিচ্ছেদ কেন বাড়ছে?,
5 big reasons for divorce,
Talaq,

Комментарии

Информация по комментариям в разработке