স্পেশাল মিক্স খাবার,জেনে নিন তৈরি পদ্ধতি, সব গাছকে দিন এই খাবার ফল ফুল সবজি/mix fertilizer/

Описание к видео স্পেশাল মিক্স খাবার,জেনে নিন তৈরি পদ্ধতি, সব গাছকে দিন এই খাবার ফল ফুল সবজি/mix fertilizer/

#special_mix_fertilizer

স্পেশাল মিক্স খাবার জেনে নিন তৈরি কিভাবে করবেন সব গাছকে দিন এই একটাই খাবার ফল-ফুল সবজিতে ভরিয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ একটি খাবার তৈরি করা হলো এর আগে বহুবার এই ধরনের খাবার আমি তৈরি পদ্ধতি দেখিয়েছি আপনাদেরকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার আজ আমি আপনাদের সামনে দেখালাম।

কি কিভাবে এই মিক্স খাবার তৈরি করতে লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমাণটা কিভাবে ব্যবহার করবেন ভার্মিকম্পোস্ট বা গোবর সারের সাথে কি মেশালে একটি ভাল মানের খাবার তৈরি হয় সেটা কিন্তু দেখে নেওয়ার বিষয়।

দুটি পদ্ধতি করে ভিডিওটি করা হয়েছে একটি মিক্স খাবার ও আরেকটি মিক্স তরল সার একটিকে মাসে একবার ব্যাবহার করবেন আর আরেকটি 15 দিন ছাড়া ব্যবহার করবেন যদি আপনার গাছ ভালো না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই খাবার ব্যবহার করে আপনার গাছ ভালো হয়নি।

এখানে যে যে পরিমাণ গুলো দেখানো হয়েছে যদি কোন একটি যোগাড় করতে না পারেন সে নিয়ে চিন্তা করবেন না আপনারা অবশ্যই যেগুলি পাবেন সেগুলো দিয়েই এই খাবার তৈরি করতে পারেন।

বহুবার পরীক্ষামূলকভাবে এই খাবার আমি তৈরি করেছি এবং আমার নিজের গাছে আমি ব্যবহার করেছি তাই আপনাদের অনুরোধ করব আপনারা নিজেরা বাড়িতে তৈরি করুন ও আপনার গাছগুলিক এগুলি ব্যবহার করুন
কোনরকম যদি অসুবিধা হয় তাহলে চ্যানেলে কমেন্ট করতে একদমই ভুলবেন না বা আমার ফোন নম্বর যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি ফোন করবেন।

রোজ নতুন কিছু ভিডিও নতুন কিছু বাগান আপনাদের সামনে তুলে ধরা হয় তার কারণ নতুন ভিডিও গুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি যে গুলি বাগান করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই খাবারটি অবশ্যই একটি ড্রাম যেকোনো মুখ ঢাকা পাত্রে রেখে দিতে হবে সেখান থেকে আপনি ব্যবহার করবেন ও মাঝেমধ্যে নাড়িয়ে দেবেন।

Комментарии

Информация по комментариям в разработке