জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় | ভ্রমণ গাইড | JKKNIU | Kazi Nazrul University, Mymensingh

Описание к видео জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় | ভ্রমণ গাইড | JKKNIU | Kazi Nazrul University, Mymensingh

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার নামাপাড়া বটতলায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।এটি ময়মনসিংহ বিভাগ -এ প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় আট হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
---------------------------------------------
সহায়ক গাইড -
ঢাকা টু ত্রিশাল বাস ভাড়া - ১৫০ থেকে ২০০ টাকা জন প্রতি।
ত্রিশাল বাজার অথবা ভার্সিটি গেইট হতে রিক্সা ভাড়া - ৩০ টাকা।

যেসকল বাসে আসা যাবে -
ঢাকা - ময়মনসিংহগামী যেকোনো বাসে আসা যাবে,তাছাড়াও জামালপুর,নেত্রকোনা, শেরপুর গামী বাসগুলোতে নিয়মিত আসা যাবে।
উল্লেখযোগ্য বাস - এনা,সৌখিন,সোনার বাংলা, রাজীব,আলম এশিয়া ইত্যাদি।
ট্রেনে আসতে চাইলেও আসতে পারবেন, সে হিসেবে ময়মনসিংহ স্টেশনে নামতে হবে! আবার সেখান থেকে উল্টো ময়মনসিংহ হতে ত্রিশাল আসতে হবে। অতএব সে হিসেবে বাস জার্নি বেশী সুবিধা জনক।


বিঃদ্র - আরো বিশেষ করে জানার থাকলে কমান্ট করবেন,রিপ্লায়ের মাধ্যমে উত্তর পাবেন ইনশাআল্লাহ।

----------------------------------------------

আমার সাথে সোশ্যাল সাইডে এড হতে পারেন-
→ Instagram Page Link -   / _a_nik  

→Facebook Page Link -   / saikatahmedanik.official  

→ Facebook Account -   / saikatahmed.anik1  

Thanks for watching my video and subscribe my channel.

Комментарии

Информация по комментариям в разработке